AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR VS RR Rescheduled: ইডেনে কেকেআর-রাজস্থান ম্যাচের সূচি বদল, জানুন নতুন তারিখ

IPL 2024, Kolkata Knight Riders: আগামী ১৭ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হওয়ার কথা ছিল নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের। তবে ম্যাচটি সেদিন হবে না, এই আশঙ্কা তৈরি হয়েছিল। ওই দিন রামনবমী। ১৯ তারিখ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। রাজ্যে প্রথম দফার নির্বাচনে রয়েছে উত্তরবঙ্গের জেলা। ভোটের ডিউটিতে যাবেন এখানকার পুলিশ অফিসাররাও।

KKR VS RR Rescheduled: ইডেনে কেকেআর-রাজস্থান ম্যাচের সূচি বদল, জানুন নতুন তারিখ
Image Credit: IPL
| Updated on: Apr 02, 2024 | 3:42 PM
Share

আশঙ্কাই সত্যি হল। তবে ধোঁয়াশা ছিল ম্যাচ এগোবে না পিছোবে। লোকসভা নির্বাচনের মাঝেই চলবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও। ভোটের জন্য যাতে আইপিএলের সূচিতে ব্যাঘাত না ঘটে সে কারণে প্রাথমিক ভাবে ২১ ম্যাচের সূচি প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নির্বাচনের দিন ঘোষণা হতেই পূর্ণ সূচি ঘোষণা হয়েছে। এর মধ্যেও পরিবর্তন হল। যদিও একটি ম্যাচ।

আগামী ১৭ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হওয়ার কথা ছিল নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের। তবে ম্যাচটি সেদিন হবে না, এই আশঙ্কা তৈরি হয়েছিল। ওই দিন রামনবমী। ১৯ তারিখ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। রাজ্যে প্রথম দফার নির্বাচনে রয়েছে উত্তরবঙ্গের জেলা। ভোটের ডিউটিতে যাবেন এখানকার পুলিশ অফিসাররাও। পর্যাপ্ত নিরাপত্তার অভাবেই ১৭ তারিখ ইডেনে কেকেআর-রাজস্থান রয়্যালস ম্যাচ আয়োজন সম্ভব নয়, জানিয়ে দেওয়া হয়েছিল।

কেকেআর ও রাজস্থান রয়্যালস ম্যাচটি আয়োজনের বিকল্প তারিখ হিসেবে ১৬ এবং ১৮ এপ্রিল রাখা হয়েছিল। পুলিশের কাছে আবেদন জানিয়েছিল সিএবি। অবশেষে সেই সূচি জানিয়ে দেওয়া হল হোম টিম কেকেআরের তরফে। ১৭ এপ্রিলের সেই ম্যাচ এক দিন এগিয়ে ১৬ এপ্রিল করা হয়েছে। ১৪ এপ্রিলের পর কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ছিল ২১ এপ্রিল। মাঝে এই ম্যাচটি ঢুকল।

পুলিশের অনুমতি পাওয়ার পরই বোর্ডকে জানিয়ে দিয়েছিল সিএবি। সরকারিভাবেই ১৬ এপ্রিলের কথা ঘোষণা হয়েছে। এক দিনের ব্যবধানে ম্যাচ, কেকেআর প্লেয়ারদের জন্য অস্বস্তির হলেও আর কোনও বিকল্প পাওয়া যাচ্ছিল না। এই ম্যাচ এগনোর ফলে আরও একটি ম্যাচের সূচিও বদল করা হল। ১৬ এপ্রিল গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ হওয়ার কথা ছিল আমেদাবাদে। তবে সেদিন কলকাতায় ম্যাচ থাকায় টাইটান্স বনাম ক্যাপিটালস ম্যাচটি একদিন পিছিয়ে ১৭ এপ্রিল করা হল।