ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগামী সংস্করণের আংশিক সূচি প্রকাশিত হল। প্রথম ম্যাচ চেন্নাইতে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা দল সিএসকে। মুম্বই ইন্ডিয়ান্সের মতো পাঁচ বারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ২২ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে সিএসকের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শুরুতেই মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলিদের রুদ্ধশ্বাস ম্যাচ। আপাতত ১৫ দিনের সূচি ঘোষণা করা হল। দেশে সাধারণ নির্বাচন থাকায় এমন সিদ্ধান্ত। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর পূর্ণ সূচি পাওয়া যাবে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সমর্থকদের কেউ বা চাইছিলেন টুর্নামেন্টের শুরু হোক গত বারের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচ দিয়ে। কেউ বা বলছিলেন, চেন্নাই বনাম মুম্বই হোক। আবার অনেকে শুরুতে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিকে দেখতে চাইছিলেন। সেই ইচ্ছেই পূরণ হতে চলেছে। ২২ মার্চ বিশ্ব ক্রিকেটের দুই মহারথী ধোনি ও বিরাটের টিমের লড়াই।
টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ২৩ মার্চ ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মোহালিতে মুখোমুখি পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। সন্ধ্যায় মুখোমুখি কেকেআর ও হায়দরাবাদ। এ বারের আইপিএলে অন্যতম আকর্ষণ শুভমন গিলের নেতৃত্ব। গুজরাট টাইটান্সের প্রথম প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স! অর্থাৎ প্রাক্তন অধিনায়ক বনাম বর্তমান। মুম্বইয়ের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া। তাঁর বিরুদ্ধে নেতৃত্বের অভিষেক শুভমন গিলের। আপাতত ৭ এপ্রিল অবধি সূচি ঘোষণা হয়েছে।