IPL 2024: সুখবর! ভোটের বাজারেও ভারতেই হচ্ছে IPL, নিশ্চিত করছে বিসিসিআই

অভিষেক সেনগুপ্ত | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 14, 2024 | 6:29 PM

IPL 2024 Venue: আপাতত নির্বাচনের দিন কী ঠিক করে কেন্দ্রীয় সরকার, সে দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অরুণ ধুমাল বলেছেন, 'আইপিএল খুব সম্ভব শুরু হবে মার্চ মাসে। দেশে সাধারণ নির্বাচন এপ্রিল মাসে। সরকারের সঙ্গে কথা বলে আমরা পুরো পরিকল্পনা ঠিক করছি।' আইপিএল যবেই শুরু হোক না কেন, টিমগুলো প্রস্তুতিতে নেমে পড়েছে। পাঁচবার করে আইপিএল জেতা মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের মতো এ বার আইপিএল জিততে মরিয়া অন্যান্য টিম।

IPL 2024: সুখবর! ভোটের বাজারেও ভারতেই হচ্ছে IPL, নিশ্চিত করছে বিসিসিআই
Image Credit source: IPL

Follow Us

কলকাতা: লোকসভা ভোটের কারণে ভারত থেকে সরতে পারে আইপিএল, এমনই বলা হচ্ছিল। শুরুটা দেশের মাঠে হলেও শেষটুকু হতে পারে বিদেশে, শোনা যাচ্ছিল এমন কথাও। সে সব উড়িয়ে দিচ্ছে বিসিসিআই। ২২ অথবা ২৩ মার্চ থেকে শুরু হওয়ার কথা আইপিএলের ১৭তম সংস্করণ। এখন ভারতের সেরা সামার ফেস্টিভালের নাম আইপিএল। চার-ছক্কার হইচই দেখার জন্য মুখিয়ে সারা দেশ। বিউগল বাজলেই মোবাইলে-মোবাইলে শুরু হয়ে যাবে আইপিএল চর্চা। ভারতের অর্থনৈতিক উন্নতিতেও অনেকখানি ছাপ ফেলেছে এই টুর্নামেন্ট। শুধু ভারত বা উপমহাদেশ নয়, সারা ক্রিকেট বিশ্ব সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ দেখার অপেক্ষায়। তারই মধ্যে সুখবর ভারতীয় দর্শকদের জন্য। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল বলে দিচ্ছেন, ‘আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছি। একটা জিনিস পরিষ্কার, ভারতের মাটিতেই হবে পুরো আইপিএল। নির্বাচনের দিনক্ষণের জন্য অপেক্ষা করে রয়েছি আমরা। সেই মতো আমরা ঠিক করে নেব সব কিছু। নির্বাচনের সময় কোন রাজ্য আইপিএলের কোন খেলাগুলো আয়োজন করবে, সেটা ঠিক হবে তারপর।’ বিদেশের মাঠে আইপিএল যাওয়া মানে খরচ বাড়বে বোর্ডের। যা কোনও ভাবেই চাইছে না বিসিসিআই। তবে এর আগেও নির্বাচনের কারণে দেশ থেকে আইপিএল সরে গিয়েছে বিদেশে। লোকসভা নির্বাচনের সময় একটাই সমস্যা থাকে পুলিশ পাওয়া নিয়ে। নির্বাচনের দিনক্ষণ দেওয়া হলে যে রাজ্যে ভোট থাকবে না, সেই রাজ্যের ক্রিকেট সংস্থা আইপিএলের ম্যাচ আয়োজন করবে। অর্থাৎ বলাই যায়, ভোটের বাজারেই রমরমিয়ে হবে আইপিএল।

আপাতত নির্বাচনের দিন কী ঠিক করে কেন্দ্রীয় সরকার, সে দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অরুণ ধুমাল বলেছেন, ‘আইপিএল খুব সম্ভব শুরু হবে মার্চ মাসে। দেশে সাধারণ নির্বাচন এপ্রিল মাসে। সরকারের সঙ্গে কথা বলে আমরা পুরো পরিকল্পনা ঠিক করছি।’ আইপিএল যবেই শুরু হোক না কেন, টিমগুলো প্রস্তুতিতে নেমে পড়েছে। পাঁচবার করে আইপিএল জেতা মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংসের মতো এ বার আইপিএল জিততে মরিয়া অন্যান্য টিম। কখনও আইপিল না জেতা টিমগুলো ট্রফির স্বাদ পেতে চাইছে।

Next Article