KKR vs MI IPL 2024 Match Prediction: মুম্বইয়ের বিরুদ্ধে দুইয়ে দুই! প্রথম দুই ‘নিশ্চিত’ করাই লক্ষ্য KKR-র
Kolkata Knight Riders vs Mumbai Indians Preview: রাজস্থান রয়্যালসেরও একই পয়েন্ট রয়েছে। নেট রান রেটে এগিয়ে কেকেআর। একটা জয়ে ১৮ পয়েন্ট হবে। রাজস্থান ও সানরাইজার্স ছাড়া আর কারও পক্ষেই ১৮ পয়েন্টে পৌঁছনো সম্ভব নয়। নেট রান রেটও বাড়বে। প্রথম দুইয়ে থাকাও কার্যত নিশ্চিত হয়ে যাবে। এরপরও কেকেআরের হাতে দুটি ম্যাচ থাকছেই। প্রথম দুইয়ে থাকা মানে ফাইনালে যাওয়ার প্রথম সুযোগ মিস হলেও আরও একটা সুযোগ পাওয়া যাবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমে নতুন অনেক কিছুই হচ্ছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। গত কয়েক মরসুম ধরেই ট্রফির অপেক্ষা। এ বার সেই পথে ঠিক ঠাক চলছে কলকাতা নাইট রাইডার্স। দু-বার আইপিএল জিতেছে কেকেআর। সেই ২০১২ ও ২০১৪ সালে। এ বার আরও একটা রেকর্ড হয়েছে। দীর্ঘ এক যুগ পর ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এ বার দুইয়ে দুই করাই টার্গেট। সঙ্গে প্লে-অফ ও প্রথম দুইয়ে থাকা।
কেকেআরের প্লে-অফ কার্যত নিশ্চিত। ১৬ পয়েন্ট এবং দুর্দান্ত নেট রান রেটের জন্যই নিশ্চিন্ত থাকা যায়। তবে সরকারি ভাবে প্লে-অফ নিশ্চিত করতে আজকের ম্যাচে জয় চাই। ইডেন গার্ডেন্সে আজ কেকেআরের প্রতিপক্ষ পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে জয় মানে একদিকে যেমন প্লে-অফ নিশ্চিত, তেমনই লিগ টেবলে প্রথম দুইয়ে থাকাও। আপাতত শীর্ষস্থানে রয়েছে কেকেআর।
রাজস্থান রয়্যালসেরও একই পয়েন্ট রয়েছে। নেট রান রেটে এগিয়ে কেকেআর। একটা জয়ে ১৮ পয়েন্ট হবে। রাজস্থান ও সানরাইজার্স ছাড়া আর কারও পক্ষেই ১৮ পয়েন্টে পৌঁছনো সম্ভব নয়। নেট রান রেটও বাড়বে। প্রথম দুইয়ে থাকাও কার্যত নিশ্চিত হয়ে যাবে। এরপরও কেকেআরের হাতে দুটি ম্যাচ থাকছেই। প্রথম দুইয়ে থাকা মানে ফাইনালে যাওয়ার প্রথম সুযোগ মিস হলেও আরও একটা সুযোগ পাওয়া যাবে।
অ্যাওয়ে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোয় বেশ কিছুটা আত্মবিশ্বাসী কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং বিভাগ দুর্দান্ত পারফর্ম করছে। বিশেষ করে বলতে হয় ফিল সল্ট ও সুনীল নারিন ওপেনিং জুটির কথা। তেমনই বোলিং আক্রমণও ধারাবাহিক। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্সের প্লে-অফ স্বপ্ন শেষ। আজকের ম্যাচ তাদের কাছে মর্যাদার। ইডেন গার্ডেন্স অন্যতম পছন্দের ভেনু রোহিত শর্মার। কেকেআরের কাছে চ্যালেঞ্জ সেটাই।