ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এ বার লাস্ট ল্যাপের দিকে। এমনটাই বলা যায়। এখান থেকে হার মানেই সুযোগ ক্ষীণ হতে থাকবে প্লে-অফের। মুম্বই ইন্ডিয়ান্সের পরিস্থিতি তেমনই। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই। আইপিএলের অন্যতম সফল দল। এ বার পয়েন্ট টেবলে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। ৭ ম্যাচ খেলে মাত্র ৩টি জয়। সপ্তম স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্লে-অফে জায়গা করে নিতে এখান থেকে সব ম্যাচই যেন ‘নকআউট’। আজ রোহিতরা নামছেন রাজস্থানের দুর্গে।
টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল। পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। সব কিছু ঠিক থাকলে অপরাজিতও থাকতে পারতেন সঞ্জু স্যামসন। সাতটি ম্যাচ খেলে মাত্র একটি হার। সেটিও শেষ ওভারে। সেখান থেকে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে রাজস্থান রয়্যালস। অবিশ্বাস্য সব পারফরম্যান্স। গত ম্যাচের কথাই ধরা যাক। ইডেন গার্ডেন্সে কলকাতার বিরুদ্ধে ২২৪ রানের টার্গেট ছিল রাজস্থানের। পরপর উইকেট হারিয়ে খাদের কিনারায় ছিল রাজস্থান। জস বাটলার কার্যত একার হাতেই ম্যাচ জেতান। আত্মবিশ্বাসের তুঙ্গে রাজস্থান। যদিও মুম্বইকেও হেলাফেলার জায়গায় নেই।
হারের হ্যাটট্রিক দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। গত চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতেছে মুম্বই। তবে আত্মবিশ্বাসে উড়ন্ত রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কাজটা সহজ নয়। বিশেষ করে বলতে হয় মুম্বইয়ের বোলিং আক্রমণের কথা। জসপ্রীত বুমরা ছাড়া কেউই ধারাবাহিকতা দেখাতে পারেননি। বুমরা একাই ম্যাচ জেতাবেন, সব ক্ষেত্রে তা সম্ভব নয়।
রাজস্থান রয়্যালস ব্যাটিং আক্রমণ বিধ্বংসী ফর্মে রয়েছে। অধিনায়ক সঞ্জু স্যামসন ১৫৫-র বেশি স্ট্রাইকরেটে করেছেন ২৭৬ রান। তরুণ ব্যাটার রিয়ান পরাগ প্রায় ১৬২ স্ট্রাইকরেটে ৩১৮ রান করেছেন। জস বাটলার শুরুর দিকে ফর্ম হাতড়ে বেড়ালেও দুটি অপরাজিত সেঞ্চুরির ইনিংস খেলেছেন। দুটোই রান তাড়ায় ম্যাচ জেতানো ইনিংস।
Woh aagaya! 💗😍🇮🇳 pic.twitter.com/1IOkeGbXxE
— Rajasthan Royals (@rajasthanroyals) April 21, 2024
মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস এ মরসুমে একবার মুখোমুখি হয়েছে। ওয়াংখেড়েতে মুম্বই ব্যাটিংকে খাবি খাইয়েছিলেন ট্রেন্ট বোল্ট, নান্দ্রে বার্গাররা। জয়পুরে হার্দিকদের বদলারও ম্যাচ। প্রথম লেগের ম্যাচে কিন্তু সূর্যকুমার যাদব ছিলেন না। এ বার মুম্বই ব্যাটিংয়ে স্কাই রয়েছেন।