Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SRH vs RR Confirmed Playing XI, IPL 2025: নিজামের শহরে নতুন জার্সিতে IPL-এ কামব্যাক সামির, কেমন হল দুই দলের একাদশ

Sunrisers Hyderabad vs Rajasthan Royals Confirmed Playing XI in Bengali: আজ, রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়েছে জোড়া ম্যাচ। দিনের প্রথম ম্যাচে অরেঞ্জ ও পিঙ্ক আর্মি মুখোমুখি। জেনে নিন কেমন হল দুই দলের একাদশ।

SRH vs RR Confirmed Playing XI, IPL 2025: নিজামের শহরে নতুন জার্সিতে IPL-এ কামব্যাক সামির, কেমন হল দুই দলের একাদশ
Follow Us:
| Updated on: Mar 23, 2025 | 4:27 PM

কলকাতা: নিজামের শহরে আজ মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। এই ম্যাচ দিয়ে আইপিএলের মঞ্চে প্রত্যাবর্তন হচ্ছে মহম্মদ সামির। ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি তাঁর অস্ত্রোপচার হয়েছিল। এরপর তিনি গত মরসুমের আইপিএলে খেলতে পারেননি। ২০২৩ সালে তাঁকে দেখা গিয়েছিল গুজরাট টাইটান্সের জার্সিতে। এ বার দল বদলেছে তাঁর। নয়া মেজাজে দেখা যাবে সামিকে। উপ্পলে টস জিতেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পিঙ্ক আর্মির ক্যাপ্টেন।

সঞ্জু স্যামসন এ বারের আইপিএলে রাজস্থানের প্রথম তিন ম্যাচে ব্যাটার হিসেবে খেলবেন। এই তিন ম্যাচে তাই পিঙ্ক আর্মিকে নেতৃত্ব দেবেন রিয়ান পরাগ। টস জিতে তিনি বলেন, “প্রথমে বোলিং করব। উইকেট শুষ্ক লাগছে। পরের দিকটায় কাজে লাগাতে পারি। যখন টুর্নামেন্টা শুরু হয়েছিল, সেই সময় আমার বয়স ছিল ১৭। ফলে এই নেতৃত্বের দায়িত্ব পেয়ে অসাধারণ লাগছে। বড় দায়িত্ব পেয়েছি।”

গত বার দলকে রানার্স করেছিলেন কামিন্স। টসের পর তিনি বলেন, “আবার ফিরতে পেরে ভালো লাগছে। আমাদের কোর গ্রুপটা একই রয়েছে। কোচিং স্টাফরাও একই রয়েছে। প্রথমে ব্যাটিং হোক বা বোলিং, তা নিয়ে বেশি ভাবি না। বেশ গরম আবহাওয়া। ফলে পরের দিকে বোলিং করলে কোনও সমস্যা নেই।”

হায়দরাবাদের একাদশ – ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), সিমরজিৎ সিং, হর্ষল প্যাটেল, মহম্মদ সামি।

ইমপ্যাক্ট সাব – সচিন বেবি, জয়দেব উনাদকাট, জিশান আনসারি, অ্যাডাম জাম্পা, উইয়ান মুল্ডার।

রাজস্থানের সাব – যশস্বী জয়সওয়াল, শুভম দুবে, নীতীশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা, ফজলহক ফারুকি।

ইমপ্যাক্ট বিকল্প-কুনাল সিং রাঠোর, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়, সঞ্জু স্যামসন, কুয়েনা মাপাখা।

হায়দরাবাদ যেহেতু প্রথম একাদশে তিন বিদেশি রেখেছে, তাই ইমপ্যাক্ট পরিবর্ত হিসেবে বিদেশি প্লেয়ারকেও নামাতে পারবে। সানরাইজার্স প্রথমে ব্যাট করছে। বোলিংয়ের সময় পিচের পরিস্থিতি দেখে লেগস্পিনার অ্যাডাম জাম্পা অথবা পেস বোলিং অলরাউন্ডার উইয়ান মুল্ডারের মধ্যে কোনও একজনকে নামাতে পারে। তবে জাম্পার সম্ভবনা বেশি।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।