DC vs RCB Playing XI IPL 2025: দিল্লিতে আজ দুই ‘ঘরের ছেলে’! আকর্ষণ কিং কোহলির ‘সেলিব্রেশন’
DC vs RCB Preview: দিল্লি ক্যাপিটালস ঘরে-বাইরে দু-দিকেই ভালো পারফর্ম করে চলেছে। আরসিবি এ মরসুমে সব কটি অ্যাওয়ে ম্যাচ জিতেছে। আক্ষেপ ছিল, ঘরের মাঠে জয়ের স্বাদ না পাওয়া। অবশেষে গত ম্যাচে চিন্নাস্বামীতে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বদলার সপ্তাহ। তবে এখানে বদলাটা একটু আলাদা। আজ ডাবল হেডার। দিনের দ্বিতীয় ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই এক ম্যাচে নানা বিষয়ে আলোচনা। দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রাউন্ড টু কোন দিকে যাবে, সেটা পরের বিষয়। দু-দলই ছন্দে। দিল্লি ক্যাপিটালস ঘরে-বাইরে দু-দিকেই ভালো পারফর্ম করে চলেছে। আরসিবি এ মরসুমে সব কটি অ্যাওয়ে ম্যাচ জিতেছে। আক্ষেপ ছিল, ঘরের মাঠে জয়ের স্বাদ না পাওয়া। অবশেষে গত ম্যাচে চিন্নাস্বামীতে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ফেরা যাক চিন্নাস্বামীতে। দিল্লি ক্যাপিটালস দুর্দান্ত পারফর্ম করেছিল। এ মরসুমে লোকেশ রাহুলকে ফেরানোর আবদার করেছিলেন আরসিবি সমর্থকরা। টিম ম্যানেজমেন্ট সে কথা রাখেনি। মেগা অকশনে একটা সময় অবধি উঠেছিল তারা। শেষ অবধি দিল্লি ক্যাপিটালস ১৪ কোটিতে নেয় রাহুলকে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ জেতানো ইনিংসের পর মাঠেই কান্তারা সেলিব্রেশন করেছিলেন লোকেশ রাহুল। ব্যাট দিয়ে গোল ছবি এঁকে ব্যাট ঠুকে বুঝিয়েছিলেন, এটা আমার মাঠ।
বেঙ্গালুরুর ছেলে লোকেশ রাহুল খেলছেন দিল্লি ক্যাপিটালসে। এখন তিনি দিল্লির ‘ঘরের ছেলে’ হয়ে উঠেছেন। উল্টো দিকে, বিরাট কোহলি দিল্লির ছেলে। আইপিএলের জন্মলগ্ন থেকেই খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। কার্যত বেঙ্গালুরুর ঘরের ছেলে হয়ে উঠেছেন। আজ যেন ‘দিল্লি’ দখলের লড়াই লোকেশ রাহুল ও বিরাট কোহলির। আরসিবির জন্য স্বস্তির পরিসংখ্যান, অ্যাওয়ে ম্যাচের সবকটিতেই জয়। কিন্তু দিল্লি জয় করা সহজ নয়।
দিল্লির বোলিং আক্রমণে কুলদীপ যাদব, বিপরাজ নিগমের মতো দুই রিস্ট স্পিনার রয়েছেন। যা চাপে ফেলতে পারে আরসিবিকে। রাহুল-বিরাটের মতো আরও একটা দ্বৈরথ দেখা যেতে পারে। দু-দলের দুই অজি পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের। এই ম্যাচে ফিরতে পারেন দিল্লির অভিজ্ঞ ব্যাটার ফাফ ডুপ্লেসি। কী হতে পারে কম্বিনেশন?
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দ্বাদশ: অভিষেক পোড়েল, ফাফ ডুপ্লেসি, করুণ নায়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, ত্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার, দুষ্মন্ত চামিরা
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য দ্বাদশ: বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার, জীতেশ শর্মা, রোমারিও শেপার্ড, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল, সূয়াশ শর্মা
