IPL 2025, KKR: রবিবারের ইডেনে এ কী হাল! হোমগ্রাউন্ডেও ভরসা নেই কেকেআরে?
Kolkata Knight Riders vs Rajasthan Royals: রবিবারের দুপর। ইডেন গার্ডেন্সের গ্যালারির ছবিটা হতাশ করার মতোই। ইডেনে এমন চিত্র এ মরসুমে আগেও দেখা গিয়েছে। তবে এই ম্যাচে কেকেআর এবং বৈভবের আকর্ষণ বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হয়েছিল।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এ বার অবশ্য প্লে-অফের কঠিন অঙ্কে। আজ ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ জিতলে খুব ভালোভাবেই প্লে-অফের দৌড়ে থাকবেন নাইটরা। কিন্তু সমর্থকদের কি ভরসা নেই? নাকি টিকিটের দাম অন্যতম কারণ! রবিবারের দুপর। ইডেন গার্ডেন্সের গ্যালারির ছবিটা হতাশ করার মতোই। ইডেনে এমন চিত্র এ মরসুমে আগেও দেখা গিয়েছে। তবে এই ম্যাচে কেকেআর এবং বৈভবের আকর্ষণ বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হয়েছিল।
প্রতি ম্যাচের আগেই টিকিটের হাহাকার দেখা যায়। ইডেনে কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের আগেও চিত্রটা এমনই ছিল। কিন্তু ম্যাচের চিত্র বলছে অন্য। রবিবারের দুপুরেও ইডেনের গ্য়ালারি মরুভূমির মতো ফাঁকা। মরসুমের শুরু থেকেই কেকেআর টিম ম্যানেজমেন্ট রোষের মুখে পড়েছিল। তার কারণ টিকিটের চড়া দাম। যে কারণে একটি ম্যাচে টিকিটের দাম কমাতেও বাধ্য হয় কেকেআর। যদিও সব ম্যাচের জন্য এই দাম ছিল না।
ঘরের মাঠে পিচ নিয়ে কেকেআরের অভিযোগ কার্যত প্রতি ম্যাচেই শোনা গিয়েছে। সমর্থকরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন কি টিমের পারফরম্যান্স দেখে? প্রশ্ন উঠছে এমন অনেক। আবার রাজস্থান রয়্যালসের প্লে-অফের সম্ভাবনাও নেই। তা হলে কি কাগজে কলমে দুর্বল প্রতিপক্ষর বিরুদ্ধে ম্যাচ বলে ইডেনের গ্য়ালারির এই হাল! নানা কারণই ধরা যেতে পারে। ৭ মে ইডেনে নামছেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসও প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। সেই ম্যাচেও কি এমন চিত্র দেখা যাবে? তা হয়তো নয়। কারণ, মহেন্দ্র সিং ধোনিকে ‘শেষবার’ খেলতে দেখতে ইডেন হয়তো ভরবে।

