IPL 2025, KKR vs RCB Live Streaming: ইডেনে IPL-এর শুভারম্ভ, কখন, কোথায় ও কীভাবে দেখবেন KKR vs RCB উদ্বোধনী ম্যাচ?
Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru Live Streaming: দেখতে দেখতে চলে এল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইডেনে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কলকাতা: রাত পোহালেই শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটের মহাযজ্ঞ আইপিএল (IPL)। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অতীতে আইপিএলে ৩ বার ট্রফি জিতেছে কেকেআর। আর আরসিবির প্রাপ্তির ঝুলি ফাঁকা। আগামিকাল থেকে আইপিএলে ৭৪টি ম্যাচ খেলবে ১০ টিম। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ১৩টি শহরে। হোম ও অ্যাওয়ে এই ফর্ম্যাটে হবে খেলা। এই ম্যাচের অন্যতম আকর্ষণ বিরাট কোহলি। তা বলার অপেক্ষা রাখে না। ইডেনের গ্যালারি যে আগামিকাল দুই ভাগে বিভক্ত হবে, তাও আন্দাজ করা যাচ্ছে। একদল গলা ফাটাবে কেকেআরের জন্য। অপর দলের গলায় শোনা যাবে বিরাট-ধ্বনি। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন আইপিএলে KKR vs RCB-র উদ্বোধনী ম্যাচ।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উদ্বোধনী ম্যাচটি কবে হবে?
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উদ্বোধনী ম্যাচটি (২২ মার্চ) আগামিকাল, শনিবার হবে।
এই খবরটিও পড়ুন




আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি কোথায় হবে?
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে হবে।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের লাইভ স্ট্রিমিং?
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিওস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।





