AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MI vs DC Playing XI IPL 2025: ভার্চুয়াল নকআউট; দিল্লির শেষ সুযোগ, ওয়াংখেড়েতে অটল চমক!

MI vs DC Preview: পয়েন্টের দিক থেকে কিছুটা পার্থক্য তো অবশ্যই, হোম গ্রাউন্ডে ম্যাচ। সেটাও সুবিধা মুম্বই ইন্ডিয়ান্সের। পয়েন্টের পার্থক্যটা মাত্র এক হলেও, নেট রান রেট এবং ফর্মের দিক থেকে 'দিল্লি অনেক দূর'। কী পরিস্থিতিতে রয়েছে প্লে-অফের অঙ্ক?

MI vs DC Playing XI IPL 2025: ভার্চুয়াল নকআউট; দিল্লির শেষ সুযোগ, ওয়াংখেড়েতে অটল চমক!
Image Credit: X
| Updated on: May 21, 2025 | 4:27 AM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ চলছে। প্লে-অফের তিনটি দল নিশ্চিত। বাকি রয়েছে একটি মাত্র স্লট। লড়াইয়ে মাত্র দু-দল। আজ ওয়াংখেড়েতে মুখোমুখি হচ্ছে সেই দুই দলই। মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। কিছুটা হলেও অ্যাডভান্টেজে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্টের দিক থেকে কিছুটা পার্থক্য তো অবশ্যই, হোম গ্রাউন্ডে ম্যাচ। সেটাও সুবিধা মুম্বই ইন্ডিয়ান্সের। পয়েন্টের পার্থক্যটা মাত্র এক হলেও, নেট রান রেট এবং ফর্মের দিক থেকে ‘দিল্লি অনেক দূর’। কী পরিস্থিতিতে রয়েছে প্লে-অফের অঙ্ক?

মুম্বই ইন্ডিয়ান্সের ঝুলিতে রয়েছে ১৪ পয়েন্ট। আর দিল্লি ক্যাপিটালসের ১৩ পয়েন্ট। আজকের ম্যাচ বাদ দিলে দু-দলের কাছেই একটি করে আর খেলা বাকি থাকবে। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স আজ জিতলে আর কোনও অঙ্কই কাজে লাগবে না। জিতলে ১৬ পয়েন্ট হবে মুম্বই ইন্ডিয়ান্সের। চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেবেন হার্দিকরা। দিল্লি ক্যাপিটালসের কাছে মরন বাঁচন ম্যাচ। জিতলেও প্লে-অফের গ্যারান্টি নেই। হারলে বিদায় নিশ্চিত। জিতলে জটিল অঙ্ক। মুম্বইকে শেষ ম্যাচে হারতে হবে, দিল্লিকে শেষ ম্যাচে জিততেই হবে।

মরন বাঁচন ম্যাচে দিল্লি কম্বিনেশনে বড় বদলও দেখা যেতে পারে। ম্যাচের আগের অনুশীলনে ব্যাট হাতে ঝড় তুলেছেন আফগান তরুণ বাঁ হাতি ব্যাটার সিদ্দিকুল্লা অটল। এ মরসুমে ফাফ ডুপ্লেসি সেই অর্থে ভরসা দিতে পারেননি। লোকেশ রাহুল গত ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। তাতেও জয় আসেনি। শেষ সুযোগে অটলকে নামিয়ে একটা ঝুঁকি নিতেই পারে দিল্লি ক্যাপিটালস। মুম্বই ইন্ডিয়ান্সের কম্বিনেশনে বদলের সম্ভাবনা ক্ষীণ। একটা ভাবনা হয়তো থাকবে, পেস বোলিং অলরাউন্ডার করবিন বশ নাকি বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। কী হতে পারে কম্বিনেশন?

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দ্বাদশ: রায়ান রিকলটন, রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধির, করবিন বশ/মিচেল স্যান্টনার, দীপক চাহার, করণ শর্মা/অশ্বিনী কুমার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য দ্বাদশ: লোকেশ রাহুল, ফাফ ডুপ্লেসি/সিদ্দিকুল্লা অটল, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, ত্রিস্তান স্টাবস, সমীর রিজভি, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, নটরাজন, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, দুষ্মন্ত চামিরা