MI vs GT Playing XI IPL 2025: জিতলে টপে, মুম্বই-টাইটান্সে আকর্ষণ ‘নিষিদ্ধ’ রাবাডা
MI vs GT Preview: নেট রান রেটে দু-দলই আরসিবির থেকে এগিয়ে রয়েছে। সে কারণেই শীর্ষস্থানে জায়গা করে নেবে। লড়াইটাও যে রুদ্ধশ্বাস হতে চলেছে এ বিষয়ে সন্দেহ নেই। দু-দলই ছন্দে রয়েছে। তবে মুম্বইতে আজ আকর্ষণের কেন্দ্রে কাগিসো রাবাডা।

পয়েন্ট টেবলে আপাতত শীর্ষস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও আজ রাতে এই টেবল বদলে যেতে পারে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স। যেই জিতুক ১৬ পয়েন্টে পৌঁছবে। তবে নেট রান রেটে দু-দলই আরসিবির থেকে এগিয়ে রয়েছে। সে কারণেই শীর্ষস্থানে জায়গা করে নেবে। লড়াইটাও যে রুদ্ধশ্বাস হতে চলেছে এ বিষয়ে সন্দেহ নেই। দু-দলই ছন্দে রয়েছে। তবে মুম্বইতে আজ আকর্ষণের কেন্দ্রে কাগিসো রাবাডা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশনে প্রোটিয়া পেসারকে নিয়েছিল গুজরাট টাইটান্স। হঠাৎই দেশে ফিরে গিয়েছিলেন রাবাডা। কারণ, তখনও প্রকাশ্যে আসেনি। বলা হয়েছিল, ব্যক্তিগত কারণে তাঁকে দেশে ফিরতে হয়েছে। আসলে নিষিদ্ধ মাদকের নেওয়ার কারণে তাঁকে সাময়িক নির্বাসন দেওয়া হয়েছিল। এটি অনিচ্ছাকৃত ভাবে তাঁর শরীরে প্রবেশ করেছে, এমনই জানিয়েছিলেন রাবাডা। এ বিষয়ে ক্ষমাও চেয়ে নিয়েছেন অনুতপ্ত এই প্রোটিয়া পেসার। তাঁর খেলার অনুমতি থাকলেও মানসিক ভাবে কতটা প্রস্তুত, সেটা অবশ্যই ভাবনার বিষয়।
আইপিএলের শুরু থেকে ভালো পারফর্ম করছিলেন রাবাডা। তিনি দল ছেড়ে দেশে ফিরলেও অবশ্য গুজরাট টাইটান্সে সেই অভাব বোঝা যায়নি। মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ দুর্দান্ত বোলিং করেছেন। তেমনই ইশান্ত শর্মা, আর্শাদ খানরাও ভরসা দিয়েছেন। তিন বিদেশি নিয়েই খেলছিল টাইটান্স। ফিট হয়ে ওঠার পর আর এক প্রোটিয়া পেসার জেরাল্ড কোৎজেকে খেলাচ্ছে টাইটান্স। এই ম্যাচে রাবাডাকে ফেরানো হয় কি না, তিনি কেমন পারফর্ম করেন সেদিকেও নজর থাকবে।
দুরন্ত ছন্দে মুম্বই ইন্ডিয়ান্সও। ব্যাটাররা সকলেই রানের মধ্য়ে। বোলিংয়ে নজর কাড়ছেন বুমরা, বোল্ট, চাহাররা। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে ছাপ ফেলছেন অভিজ্ঞ লেগ স্পিনার করণ শর্মাও। ওয়াংখেড়ে ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিলের পারফরম্যান্সেও বাড়তি নজর। গত ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন। যদিও বিতর্কিত রান আউটে মেজাজ হারিয়েছিলেন। প্রিন্সের ব্যাটে বড় রানেরই প্রত্য়াশা। নতুন বলে টাইটান্সের টপ থ্রি কেমন পারফর্ম করেন, আকর্ষণ সেটাও। কী হতে পারে দু-দলের কম্বিনেশন? টাইটান্সে রাবাডা প্রশ্ন ছাড়া দু-দলে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দ্বাদশ: রোহিত শর্মা, রায়ান রিকলটন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, উইল জ্যাকস, হার্দিক পান্ডিয়া, নমন ধির, করবিন বশ/মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, করণ শর্মা
গুজরাট টাইটান্সের সম্ভাব্য দ্বাদশ: সাই সুদর্শন, শুভমন গিল, জস বাটলার, ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, জেরাল্ড কোৎজে, সাই কিশোর, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা/কাগিসো রাবাডা
