কলকাতা: জোড়া ম্যাচে হার, কোনও দলই এ ভাবে মরসুমের শুরুটা চায় না। কিন্তু না চাইলেই তো আর সব হয় না! এ বারের আইপিএলের (IPL) শুরুটা মোটেও ভালো হয়নি ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথমে চেন্নাই সুপার কিংস, তারপর গুজরাট টাইটান্সের কাছে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে কেকেআরের বিরুদ্ধে কোনওমতেই মুম্বই হারতে চাইবে না। তবে নাইটরাও পিছিয়ে থাকার পাত্র নয়। কেকেআর ইডেনে আরসিবির কাছে হেরে ১৮তম আইপিএল শুরু করেছিল। এরপর রাজস্থানকে হারিয়ে দেন রাহানেরা। এ বার কলকাতার মিশন মুম্বই। TV9Bangla এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন MI vs KKR ম্যাচ।
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি কবে হবে?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি (৩১ মার্চ) আগামিকাল, সোমবার হবে।
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি কোথায় হবে?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম হবে।
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি শুরু হবে সন্ধে ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে সন্ধে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিওস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।