AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MI vs LSG Playing XI IPL 2025: ‘১২’-এর বদলা? ওয়াংখেড়েতে যত আকর্ষণ ঋষভ পন্থ!

MI vs LSG Preview: স্লো ইনিংস খেলায় তিলক ভার্মাকে রিটায়ার্ড আউট করিয়ে দেওয়া হয়। পরিবর্তে নামানো হয় মিচেল স্যান্টনারকে। শেষ ওভারে হার্দিক মরিয়া চেষ্টা করলেও আবেশ খানের দুর্দান্ত বোলিং। মাত্র ১২ রানে জিতেছিল লখনউ। আজ ঘরের মাঠে বদলার পালা মুম্বই ইন্ডিয়ান্সের।

MI vs LSG Playing XI IPL 2025: '১২'-এর বদলা? ওয়াংখেড়েতে যত আকর্ষণ ঋষভ পন্থ!
Image Credit: X
| Updated on: Apr 27, 2025 | 12:10 AM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রিভেঞ্জ উইক! ব্রডকাস্টারদের তরফে এমনটাই বলা বচ্ছে। সুপার সান ডে-র ডাবল হেডারে ১২-র বদলা! এবারের আইপিএলে অ্যাওয়ে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচটা জেতার মতো জায়গায়ই ছিল তারা। শেষ ওভারে হার। সেই ম্যাচে মুম্বই শিবিরের একটা সিদ্ধান্তও অবাক করেছিল। স্লো ইনিংস খেলায় তিলক ভার্মাকে রিটায়ার্ড আউট করিয়ে দেওয়া হয়। পরিবর্তে নামানো হয় মিচেল স্যান্টনারকে। শেষ ওভারে হার্দিক মরিয়া চেষ্টা করলেও আবেশ খানের দুর্দান্ত বোলিং। মাত্র ১২ রানে জিতেছিল লখনউ। আজ ঘরের মাঠে বদলার পালা মুম্বই ইন্ডিয়ান্সের।

শুরুটা মন্থর হলেও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পরপর জিতছে তারা। সবচেয়ে বড় পজিটিভ দিক, রোহিত শর্মার দাপট। গত দু-ম্যাচেই ৭০ প্লাস স্কোর। সেই পরিচিত রোহিত শর্মা। মুম্বই ব্যাটিং আক্রমণ যেমন ছন্দে তেমনই বোলিংও। বুমরা, বোল্ট, দীপক চাহার এবং ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াও। অন্য দিকে, লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিংয়ে টপ থ্রি ব্যর্থ হলেই চাপ বাড়ছে। ব্যাটিংয়েই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামাতে হচ্ছে আয়ুষ বাদোনিকে। যে কারণে, ফিট সার্টিফিকেট পেলেও এখনও অবধি খেলানো যায়নি রাজধানী এক্সপ্রেস মায়াঙ্ক যাদবকে।

লখনউ শিবিরে সবচেয়ে বড় অস্বস্তি ক্যাপ্টেন ঋষভ পন্থ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার এবং ক্যাপ্টেন। মাত্র একটি হাফসেঞ্চুরি। ব্যাটিং অর্ডারে গত ম্যাচে সাতে এসেছিলেন। সমালোচনার ঝড় বইছে পন্থকে ঘিরে। লখনউয়ের যেমন পরীক্ষা, তার চেয়েও বড় পরীক্ষা ঋষভ পন্থের। ওয়াংখেড়েতে এক ম্যাচে নজরে যেন অনেক কিছুই। কী হতে পারে কম্বিনেশন?

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দ্বাদশ: রায়ান রিকলটন, রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধির, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, বিগ্নেশ পুথুর

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য দ্বাদশ: এইডেন মার্কব়্যাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শার্দূল ঠাকুর, রবি বিষ্ণোই, দিগ্বেশ রাঠি, আবেশ খান, প্রিন্স যাদব/মায়াঙ্ক যাদব