RR vs PBKS Playing XI IPL 2025: নিয়মরক্ষার ম্যাচে ফিরছেন সঞ্জু, ‘প্লে-অফের’ দৌড়ে পঞ্জাবে নতুন মুখ
RR vs PBKS Preview: প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল রাজস্থান। তাদের কাছে স্রেফ নিয়মরক্ষার ম্য়াচ হলেও অন্য দলের লাভ হতে পারে রাজস্থানের জয়ে। চোট থেকে ফিরছেন নিয়মিত ক্যাপ্টেন সঞ্জু স্যামসনও।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফিরেছে, তবে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি বনাম কেকেআর ম্যাচ ভেস্তে গিয়েছে। পয়েন্ট ভাগাভাগি। সরকারি ভাবে ছিটকে গিয়েছে কেকেআর। আজ আইপিএলে ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংস। প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল রাজস্থান। তাদের কাছে স্রেফ নিয়মরক্ষার ম্য়াচ হলেও অন্য দলের লাভ হতে পারে রাজস্থানের জয়ে। চোট থেকে ফিরছেন নিয়মিত ক্যাপ্টেন সঞ্জু স্যামসনও।
পঞ্জাব কিংস দুর্দান্ত ছন্দে ছিল। কিন্তু বিরতির পর সেই একই ছন্দ থাকবে কি না, তা নিয়ে সন্দেহ থাকেই। পাশাপাশি পঞ্জাবের সেট আপেও একটু রদবদল হয়েছে। মার্কাস স্টইনিস, জশ ইংলিশরা ফিরছেন না। আর এক অজি তরুণ মিচেল আওয়েনকে আগেই সই করিয়েছিল পঞ্জাব কিংস। তেমনই টেম্পোরারি সই করানো হয়েছে কিউয়ি পেসার কাইল জেমিসনকে। মিচেল আওয়েনকে নিয়ে অনেকেরই আগ্রহ। বিগ ব্যাশে নজর কেড়েছিলেন। আইপিএলের মঞ্চে নজর থাকবে তাঁর দিকে।
রাজস্থান রয়্যালসও জোফ্রা আর্চারকে পাবে না। তাঁর পরিবর্তে তরুণ বাঁ হাতি প্রোটিয়া পেসার কোয়েনা মাপাখার খেলার সম্ভাবনা। পঞ্জাব কিংবা রাজস্থানে আর বদলের সম্ভাবনা ক্ষীণ। কী হতে পারে দু-দলের কম্বিনেশন?
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দ্বাদশ: বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, শুভম দুবে, ওয়ানিন্দু হাসারঙ্গা, মহেশ থিকসানা, তুষার দেশপান্ডে, কোয়েনা মাপাখা, আকাশ মাধওয়াল
পঞ্জাব কিংসের সম্ভাব্য দ্বাদশ: প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার, মিচেল আওয়েন, নেহাল ওয়াদেরা, আজমতুল্লা ওমরজাই, শশাঙ্ক সিং, হরপ্রীত ব্রার, মার্কো জানসেন, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, কাইল জেমিসন
