AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shreyas Iyer: আমেদাবাদে শ্রেয়সের আইয়ারি, শশাঙ্কের দাপটে বিশাল স্কোর পঞ্জাব কিংসের

GT vs PBKS, IPL 2025: শ্রেয়সের সমস্যা হয়নি। মেগা অকশনে পঞ্জাব কিংস তাঁকে ২৩.৭৫ কোটিতে নিয়েছে। প্রথম ম্যাচেই ভরসা দিলেন শ্রেয়স। তাঁর অনবদ্য় ইনিংস। শেষ ওভারে স্ট্রাইক পেলে সেঞ্চুরি বাঁধা ছিল। তাতেও গুজরাট টাইটান্সকে বিশাল টার্গেট দিল পঞ্জাব কিংস।

Shreyas Iyer: আমেদাবাদে শ্রেয়সের আইয়ারি, শশাঙ্কের দাপটে বিশাল স্কোর পঞ্জাব কিংসের
Image Credit: BCCI
| Updated on: Mar 25, 2025 | 9:22 PM
Share

দল বদলেছে, জার্সিও। ছন্দ একই। আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার। সেটা এক দু-ম্যাচের নয়। ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ থেকেই এই ধারাবাহিকতা বজায় রেখেছেন। গত আইপিএলেও শ্রেয়স ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। ক্যাপ্টেন্সি দুর্দান্ত করেছেন। ব্যাটিংও। সেই শ্রেয়স আইয়ারকে এ বার রিটেন করেনি কেকেআর। তাতে অবশ্য় শ্রেয়সের সমস্যা হয়নি। মেগা অকশনে পঞ্জাব কিংস তাঁকে ২৩.৭৫ কোটিতে নিয়েছে। প্রথম ম্যাচেই ভরসা দিলেন শ্রেয়স। তাঁর অনবদ্য় ইনিংস। শেষ ওভারে স্ট্রাইক পেলে সেঞ্চুরি বাঁধা ছিল। তাতেও গুজরাট টাইটান্সকে বিশাল টার্গেট দিল পঞ্জাব কিংস।

পঞ্জাবের শুরুটা ভালো হতে পারত। পাওয়ার প্লে-তে প্রভসিমরনের উইকেট হারায় তারা। আনক্যাপড প্রিয়াংশ আর্যর সঙ্গে যোগ দেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। তরুণ ব্যাটার দুর্দান্ত পারফর্ম করেন। অল্পের জন্য় হাফসেঞ্চুরি মিস হয়। মিডল অর্ডারে সাময়িক ধাক্কা খেয়েছিল পঞ্জাব কিংস। গ্লেন ম্যাক্সওয়েল গোল্ডেন ডাক। ওমরজাই, মার্কাস স্টইনিসরা শুরুটা ভালো করলেও বড় ইনিংস আসেনি। তবে ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের সঙ্গে ষষ্ঠ উইকেটে তাণ্ডব চালান শশাঙ্ক সিং।

আন্তর্জাতিক ক্রিকেটে সংকটের পরিস্থিতি। আইপিএলে রাখেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাট টাইটান্স নিয়েছিলেন মহম্মদ সিরাজকে। নতুন দলকে ভরসা দিতে পারলেন না। ভারত অধিনায়ক রোহিত শর্মা যে বলেছিলেন, সিরাজ পুরনো বলে কার্যকর হতে পারছেন না, আইপিএলে এ মরসুমের প্রথম ম্যাচেও তা দেখা গেল। শেষ ওভারেই এল ২৩ রান! বেশির ভাগই শশাঙ্কের ব্যাটে। সব মিলিয়ে ৪ ওভারে ৫৪ রান। উইকেট কলাম শূন্য। শ্রেয়স আইয়ার ৪২ বলে ৯৭ এবং শশাঙ্ক ১৬ বলে ৪৪ রানে অপরাজিত। টাইটান্সের জন্য ২৪৪ রানের টার্গেট সেট পঞ্জাব কিংসের।