AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024 Date: এগিয়ে এল IPL, কবে থেকে দেখবেন বিরাট-ধোনিদের খেলা?

IPL: সারা ক্রিকেট বিশ্ব আইপিএল দেখার জন্য বছর ভর অপেক্ষায় থাকেন। এর আগে শোনা গিয়েছিল ১৭তম আইপিএল লোকসভা ভোটের কারণে দেশের বাইরে হবে। কিন্তু চলতি ফেব্রুয়ারিতেই আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছিলেন, ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে পুরো আইপিএল। এ বার জানা গেল, আইপিএল শুরু হওয়ার সম্ভাব্য তারিখও।

IPL 2024 Date: এগিয়ে এল IPL, কবে থেকে দেখবেন বিরাট-ধোনিদের খেলা?
IPL 2024 Date: এগিয়ে এল IPL, কবে শুরু হবে?
| Updated on: Feb 20, 2024 | 4:33 PM
Share

কলকাতা: আইপিএলপ্রেমীদের জন্য সুখবর। এমনটা বললে ভুল বলা হবে না। ভারতের সেরা সামার ফেস্টিভ্যাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কবে শুরু হবে, এই নিয়ে এল বড় আপডেট। দেশ-বিদেশের ক্রিকেটারদের ব্যাটে চার-ছক্কার বন্যা দেখা যায় আইপিএলে (IPL)। থাকে হ্যাটট্রিকের ঝলকও। সারা ক্রিকেট বিশ্ব ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ দেখার জন্য বছর ভর অপেক্ষায় থাকেন। এর আগে শোনা গিয়েছিল ১৭তম আইপিএল লোকসভা ভোটের কারণে দেশের বাইরে হবে। কিন্তু চলতি ফেব্রুয়ারিতেই আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছিলেন, ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে পুরো আইপিএল। এ বার জানা গেল, আইপিএল শুরু হওয়ার সম্ভাব্য তারিখও।

লোকসভা নির্বাচনের জন্য এখনও অবধি আইপিএলের সূচি প্রকাশ করতে পারেনি বোর্ড। এ বারের লোকসভা নির্বাচন হওয়ার কথা এপ্রিল-মে-তে। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল এর আগে বলেছিলেন আইপিএলের প্রথম ১৫দিনের সূচি ঘোষণা হবে। তারপর নির্বাচনের দিন ঘোষণা হলে আইপিএলের বাকি সূচি ঘোষণা হবে।

এতদিন শোনা গিয়েছিল ২৩ মার্চ শুরু হবে ১৭তম আইপিএল। এ বার সংবাদ সংস্থা পিটিআইকে অরুণ ধুমাল বলেছেন, ‘আমরা ২২ মার্চ টুর্নামেন্ট শুরু করার কথা ভাবছি। সরকারি এজেন্সিগুলির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। প্রথমে আমরা প্রাথমিক সূচি প্রকাশ করব। পুরো টুর্নামেন্টটি ভারতেই অনুষ্ঠিত হবে। পরের মাসে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে।’

এর আগে ২০০৯ সালে আইপিএল দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল। ২০১৪ সালে নির্বাচনের কারণে আইপিএলের একটা পর্ব সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল। ২০১৯ সালে অবশ্য ভারতে নির্বাচন থাকার পরও দেশেই আইপিএল হয়েছিল। ফলে এ বারও দেশের মাটিতে আইপিএল অনুষ্ঠিত হলে কিছু অবাক হওয়ার থাকবে না। উল্লেখ্য, শোনা যাচ্ছে ২৬ মে এ বারের আইপিএলের ফাইনাল হবে। কারণ আইপিএলের পরই রয়েছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। ওই টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়বে ৫ জুন। ফলে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেশ-বিদেশের ক্রিকেটারদের জন্য টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হতে চলেছে।