AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL Auction: মিনিটে খরচ দেড় কোটি, IPL নিলামের প্রথম ২ ঘণ্টায় হার মানল শেয়ার বাজারও!

IPL Auction: নিলামের আগে প্লেয়ারদের কিনতে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে ছিল ৬৪১.৫০ কোটি টাকা। রবিবার নিলামে মাত্র ১২ জন ক্রিকেটারকে কেনার পর তা নেমে এল ৪৬১ কোটি টাকায়। ১২০ মিনিটে ফ্র্যাঞ্চাইজিগুলি খরচ করল ১৮০.৫ কোটি টাকা।

IPL Auction: মিনিটে খরচ দেড় কোটি, IPL নিলামের প্রথম ২ ঘণ্টায় হার মানল শেয়ার বাজারও!
আইপিএল নিলামে প্রতি সেকেন্ডে দাম বাড়ল মার্কি প্লেয়ারদের
| Updated on: Nov 24, 2024 | 7:45 PM
Share

কলকাতা: ধ্রুপদী টেস্ট ক্রিকেট। তারপর এল একদিনের ক্রিকেট। আর এখন টি-২০’র রমরমা। সময়ের সঙ্গে বেড়েছে রান তোলার গতি। চার, ছক্কার বন্যা। সেই গতিকেও বোধহয় ছাড়িয়ে গেল আইপিএলে নিলামে প্রতি মিনিটে ক্রিকেটারকে কিনতে খরচের পরিসংখ্যান। ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ারদের কিনতে সেকেন্ডে সেকেন্ডে বাড়ল দাম। মার্কি প্লেয়ারদের কিনতে প্রতি মিনিটে ফ্র্যাঞ্চাইজিগুলি কত খরচ করল জানেন?

নিলামের আগে প্লেয়ারদের কিনতে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে ছিল ৬৪১.৫০ কোটি টাকা। রবিবার নিলামে মাত্র ১২ জন ক্রিকেটারকে কেনার পর তা নেমে এল ৪৬১ কোটি টাকায়। ১২০ মিনিটে ফ্র্যাঞ্চাইজিগুলি খরচ করল ১৮০.৫ কোটি টাকা। অর্থাৎ ১২ প্লেয়ারকে কিনতে প্রতি মিনিটে খরচ হল দেড় কোটি টাকা। আর সেকেন্ডের হিসেবে ধরলে প্রতি সেকেন্ডে খরচ হল আড়াই লক্ষ টাকা। মোট টাকার ২৮ শতাংশ খরচ হল শুধু মার্কি প্লেয়ারদের কিনতে।

এদিন প্রথমে ১২ জন মার্কি প্লেয়ারকে কিনতে নিলাম শুরু হয়। সেখানে ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ারের দাম প্রতি সেকেন্ডে বাড়তে থাকে। শেয়ার বাজারের উত্থানকেও যেন হার মানায় তাঁদের দাম বাড়ার গতি। এই দুই ক্রিকেটারের জন্য ৫৩ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ হয়। তার মধ্যে শ্রেয়সকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনে পঞ্জাব। আর পন্থকে লখনউ কেনে ২৭ কোটি টাকায়। ফ্র্যাঞ্চাইজিগুলির মোট অর্থের প্রায় ১০ শতাংশ খরচ হয় এই দুই ক্রিকেটারের পিছনে। গত বছরের তুলনায় শ্রেয়স ও পন্থের দাম বৃদ্ধিও চোখে পড়ার মতো। পন্থ এর আগে ১৬ কোটি টাকা পেয়েছিলেন। এবার তাঁর দাম ৬৮.৭৫ শতাংশ বাড়ল। অন্যদিকে, শ্রেয়স গতবার কেকেআর থেকে ১২ কোটি ২৫ লক্ষ টাকা পেয়েছিলেন। এবার তাঁর দাম বাড়ল ১১৮.৩৭ শতাংশ।

যুজবেন্দ্র চাহাল ও অর্শদীপ সিংয়ের দামও চোখে পড়ার মতো। একজন স্পিনার। অন্যজন ফাস্ট বোলার। দু’জনকেই ১৮ কোটি টাকা করে দিয়ে কিনল পঞ্জাব কিংস। ১২ মার্কি প্লেয়ারদের কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যয় করেছে পঞ্জাব কিংস-ই। তারা মোট ৬২.৭৫ কোটি টাকা খরচ করেছে।