AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sanjiv Goenka on Rishabh Pant: ওকে নেওয়ার পিছনে একটা বিজ্ঞান ছিল… পন্থের জন্য ২৭ কোটির কারণ ফাঁস করলেন গোয়েঙ্কা

Lucknow Super Giants: ফাইনাল দর দিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। তা আর টপকাতে পারেনি দিল্লি। লখনউই পন্থকে তুলে ইতিহাস তৈরি করেছিল। পন্থের জন্য কী পরিকল্পনা নিয়ে মেগা নিলামে এসেছিল সঞ্জীব গোয়েঙ্কার দল, তা ফাঁস করে দিয়েছেন টিমের মালিক।

Sanjiv Goenka on Rishabh Pant: ওকে নেওয়ার পিছনে একটা বিজ্ঞান ছিল... পন্থের জন্য ২৭ কোটির কারণ ফাঁস করলেন গোয়েঙ্কা
Image Credit: PTI FILE
| Edited By: | Updated on: Dec 12, 2024 | 4:02 PM
Share

কলকাতা: আলোচনা ছিল তিনজনকে নিয়ে। কিন্তু বাকি দু’জনকে টপকে আইপিএলের মেগা নিলামের সব আলো কেড়ে নিয়েছিলেন ঋষভ পন্থ। নিলামের আগেই অনেকে ভবিষ্যদ্বাণী করেছিলেন, ৩০ কোটি দর উঠতে পারে তাঁর। শেষ পর্যন্ত ২৭ কোটিতে বিকিয়েছেন বিস্ফোরক ব্যাটার। দিল্লি আরটিএম ব্যবহার করলেও ফাইনাল দর দিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। তা আর টপকাতে পারেনি দিল্লি। লখনউই পন্থকে তুলে ইতিহাস তৈরি করেছিল। পন্থের জন্য কী পরিকল্পনা নিয়ে মেগা নিলামে এসেছিল সঞ্জীব গোয়েঙ্কার দল, তা ফাঁস করে দিয়েছেন টিমের মালিক।

এক পডকাস্টে সঞ্জীব বলেছেন, ‘পন্থকে ২৭ কোটিতে তোলার পিছনে একটা বিজ্ঞান রয়েছে। পঞ্জাব ২৬.৫ কোটিতে শ্রেয়স আইয়ারকে নিয়েছিল। আমার মনে হয়েছিল, ঋষভ পন্থের ব্যাপার দিল্লির মালিক পার্থ জিন্দাল বরাবরই পাগল। ও আরও বেশি দর দিতে পারে। সেই কারণেই ওর থেকে বেশি দর তুলে দিতে চেয়েছিলাম। যাতে সেখানেই থেমে যায় পার্থ। কারণ পন্থ সব দিক থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। যে কারণে ঠিকই করে নিলামে নেমেছিলাম, ২৫ থেকে ২৭ কোটি দেব পন্থের জন্য। যখন বিডিং ২১-২২ কোটিতে থেমেছিল, দিল্লি আরটিএম ব্যবহার করতে কিন্তু দেরি করেনি। তার মানে, যে কারণেই হোক না কেন, পন্থকে রিটেন করেনি ওরা, সেটা ভুলে ওকে পেতে মরিয়া হয়েছে। সেই কারণেই আর অন্য কিছু ভাবিনি।’

কেন পন্থকে পেতে মরিয়া হয়েছিল লখনউ? সঞ্জীব গোয়েঙ্কার মন্তব্য, ‘যদি পন্থের রিঅ্যাকশন দেখেন নিলামের পর, ও অনেকটা এটাই চেয়েছিল। আমাদেরও নিলামের সময় মনে হয়েছিল, ২৭ কোটি নিরাপদ দর হতে পারে পন্থের জন্য। যদি পন্থকে না পেতাম আমরা, পুরো টিম তৈরি করার পরও এমন কেউ থাকত না, যে মুখ হতে পারত। কিছু বিশেষজ্ঞ কিন্তু নিলামের দিন ফোন করে বলেছিল, যুজবেন্দ্র চাহালকে নিতে, জস বাটলারকে নিতে। কেউ কিন্তু বলেনি পন্থকে নিতে। আমি আত্মবিশ্বাসী ছিলাম, পন্থ লখনউতেই খেলবে। কেউ ওর জন্য ২৭ কোটি পর্যন্ত উঠতে পারবে না।’