SRH vs PBKS IPL Match Result: ট্রাভিস হেড গোল্ডেন ডাক! ২০০ প্লাস রান তাড়া করেও জয় সানরাইজার্সের

May 19, 2024 | 7:22 PM

Sunrisers Hyderabad vs Punjab Kings, আইপিএল 2024: প্রভসিমরন সিং (৭১), রাইলি রোসো (৪৯), অথর্ব তাইডে (৪৬) ও ক্যাপ্টেন জীতেশের ১৫ বলে ৩২ রানের ক্যামিও। সানরাইজার্সকে ২১৫ রানের টার্গেট দেয় পঞ্জাব কিংস। বল হাতে আরও দুর্দান্ত শুরু। টুর্নামেন্টে ব্যাটিং তান্ডব ঘটানো ট্রাভিস হেডকে গোল্ডেন ডাকে ফেরান অর্শদীপ সিং। দু-জনই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন। সানরাইজার্সের ব্যাটিং গভীরতা অনেক।

SRH vs PBKS IPL Match Result: ট্রাভিস হেড গোল্ডেন ডাক! ২০০ প্লাস রান তাড়া করেও জয় সানরাইজার্সের
Image Credit source: BCCI

Follow Us

বৃষ্টির কারণে ঘরের মাঠে গত ম্যাচ খেলতেই পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। শুভমন গিলদের বিরুদ্ধে সেই ম্যাচটি ভেস্তে গেলেও প্লে-অফ নিশ্চিত হয়েছিল প্যাট কামিন্সদের। তবে প্রথম দুইয়ে থাকার সম্ভাবনা কিছুটা কমেছিল। লিগ পর্বের শেষ ম্যাচে অবশ্য বৃষ্টি কোনও বাধা হয়ে দাঁড়ায়নি। লিগ পর্বের শেষ ম্যাচে পঞ্জাব কিংসকে হারাল সানরাইজার্স হায়দরাবাদ। ভাঙাচোরা দল নিয়েও অবশ্য দুর্দান্ত লড়াই পঞ্জাব কিংসের।

পঞ্জাবের বিরুদ্ধে জিতলেও প্রথম দুইয়ে থাকা নির্ভার করছে দিনের দ্বিতীয় ম্যাচের উপর। কিছুক্ষণ পরই গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচটি ভেস্তে গেলে কিংবা কেকেআর জিতলে দুইয়ে শেষ করবে সানরাইজার্স। সেক্ষেত্রে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কলকাতা ও সানরাইজার্স। নেট রান রেটে অনেকটাই এগিয়ে সানরাইজার্স। কিন্তু রাজস্থানের কাছে যদি কেকেআর হেরে যায়, তা হলে দ্বিতীয় স্থানে শেষ করবে রাজস্থান। তখন প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কলকাতা ও রাজস্থানই।

প্লে-অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছিল পঞ্জাব কিংস। তাদের কাছে মর্যাদার ম্যাচ। গত ম্যাচে রাজস্থানকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল পঞ্জাব। তবে রাবাডা, স্যাম কারান, জনি বেয়ারস্টোরাও দেশে ফেরায় এই ম্যাচে আরও দুর্বল দল নিয়ে নামতে হয়েছিল পঞ্জাবকে। জীতেশ শর্মার নেতৃত্বে অনবদ্য পারফরম্যান্স। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন জীতেশ। সিদ্ধান্তটা ঠিক প্রমাণ করেছিলেন পঞ্জাব ব্যাটাররা। মিডল ও লোয়ার অর্ডার আরও একটু সহযোগিতা করলে বিশাল স্কোর গড়তে পারত।

প্রভসিমরন সিং (৭১), রাইলি রোসো (৪৯), অথর্ব তাইডে (৪৬) ও ক্যাপ্টেন জীতেশের ১৫ বলে ৩২ রানের ক্যামিও। সানরাইজার্সকে ২১৫ রানের টার্গেট দেয় পঞ্জাব কিংস। বল হাতে আরও দুর্দান্ত শুরু। টুর্নামেন্টে ব্যাটিং তান্ডব ঘটানো ট্রাভিস হেডকে গোল্ডেন ডাকে ফেরান অর্শদীপ সিং। দু-জনই ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিলেন। সানরাইজার্সের ব্যাটিং গভীরতা অনেক। আর এক ওপেনার অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে। এই ম্যাচেও নজর কাড়লেন।

একটা সময় মনে হয়েছিল ১৭ ওভারের মধ্যেই লক্ষ্যে পৌঁছে যাবে সানরাইজার্স। ৫ উইকেট হারিয়ে তাদের জয়ের অপেক্ষা বাড়ে। শেষ দু-ওভারে ৮ রান প্রয়োজন ছিল মাত্র। ক্লাসেন তখনও ক্রিজে। ১৯তম ওভারের দ্বিতীয় বলে ক্লাসেনকে ফিরিয়ে ম্যাচে প্রাণ আনেন হরপ্রীত ব্রার। ৬ উইকেট হারালেও এই রান চাপ হওয়ার কথা ছিল না সানরাইজার্সের। আব্দুল সামাদের সঙ্গে ক্রিজে যোগ দেন ও সনবীর সিং। ম্যাচ গড়ায় শেষ ওভারে। প্রয়োজন ছিল ৪ রান। অভিজ্ঞ ঋষি ধাওয়ানের ওভার থাকলেও অথর্ব তাইডেকে আনেন জীতেশ। প্রথম বলেই বাউন্ডারি ম্যাচ ফিনিশ করেন সনবীর। ৫ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয়।

Next Article