
কলকাতা: এক এক করে ১৮তম আইপিএলের ৪৪টি ম্যাচ হয়ে গিয়েছে। এ বারের আইপিএলের এই ম্যাচগুলোর কোনওটির তাড়াতাড়ি ফলাফল পাওয়া গিয়েছে, আবার কখনও রেজাল্ট মিলেছে শেষ বলে। শনিবার ইডেনে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যায়। পঞ্জাব কিংসের পুরো ইনিংস হয়েছিল। আর কেকেআরের ইনিংসের ১ ওভারের পর খেলা হয়নি। ২ দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়। আজ রবিবার আইপিএলে জোড়া ম্যাচ। দিনের প্রথম ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। তারপর দিনের দ্বিতীয় ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সুপার সানডে-র ডাবল হেডারের আগে পয়েন্ট টেবলের (IPL 2025 Points Table) অবস্থায় চোখ বুলিয়ে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
১৮তম আইপিএলের গ্রুপ পর্বে এখনও অবধি হওয়া ৪৪টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল?
১. চলতি আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে শুভমন গিলের গুজরাট টাইটান্স। গুজরাটের নেট রান রেট +১.১০৪। এ বার টাইটান্সরা ৮ ম্যাচ খেলে ৬টিতে জিতেছে। হার ২টি। পয়েন্ট ১২।
২. শুভমনের দলের পর আইপিএলের পয়েন্ট টেবলের দুইয়ে রয়েছে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস। লোকেশ রাহুলরা এখনও অবধি ৮টি ম্যাচ খেলেছেন। তাতে জয় গুজরাটের মতো ৬টি ম্যাচে, হার ২টি ম্যাচে। নেট রান রেট +০.৬৫৭। পয়েন্ট ১২। আজ দিল্লির ম্যাচ রয়েছে।
৩. আইপিএলের পয়েন্ট টেবলের তিনে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৯টি ম্যাচ খেলে কোহলির দল জিতেছে ৬টি। হার ৩টি। নেট রান রেট +০.৪৮২। পয়েন্ট ১২। আজ আরসিবির ম্যাচ রয়েছে।
৪. চলতি আইপিএলের পয়েন্ট টেবলের চারে পঞ্জাব কিংস। ৯টি ম্যাচ খেলে শ্রেয়স আইয়ারের পঞ্জাব জিতেছে ৫টিতে। আর হার ৩টি। ১টি ম্যাচ অমীমাংসিত। নেট রান রেট +০.১৭৭। পয়েন্ট ১১।
৫. হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের পয়েন্ট টেবলের পাঁচে রয়েছে। এখনও অবধি এমআই ৯টি ম্যাচ খেলেছে। তাতে জয় ৫টি, হার ৪টি। নেট রান রেট +০.৬৭৩। পয়েন্ট ১০। আজ, মুম্বইয়ের ম্যাচ রয়েছে।
৬. আইপিএলের পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টস। আজ লখনউয়ের ম্যাচ রয়েছে। এখনও অবধি ৯টি ম্যাচ খেলে পন্থদের জয় ৫টি, হার ৪টি। নেট রান রেট -০.০৫৪।
৭. পয়েন্ট টেবলের সাতে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর এ মরসুমে এখনও অবধি ৯ ম্যাচ খেলে জিতেছে ৩টি, হেরেছে ৫টি আর এক ম্যাচ অমীমাংসিত। পয়েন্ট ৭। নেট রান রেট +০.২১২।
৮. চলতি আইপিএলের পয়েন্ট টেবলে সানরাইজার্স হায়দরাবাদ আটে। এখনও অবধি ৯ ম্যাচ খেলে ৩টি জয় ও হার ৬টি। নেট রান রেট -১.১০৩। পয়েন্ট ৬।
৯. আইপিএলের পয়েন্ট টেবলের নয় নম্বরে রাজস্থান রয়্যালস। এখনও অবধি পিঙ্ক আর্মি ৯ ম্যাচ খেলে জিতেছে মাত্র ২টিতে। আর হার ৭টিতে। নেট রান রেট -০.৬২৫। পয়েন্ট ৪।
১০. এ বারের আইপিএলের পয়েন্ট টেবলের লাস্ট বয় সিএসকে। চেন্নাই সুপার কিংস ৯টি ম্যাচ খেলে জিতেছে ২টি, হেরেছে ৭টিতে। নেট রান রেট -১.৩০২। পয়েন্ট ৪।