AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: সিংহাসন দখল করতে DC-র বিরুদ্ধে বিরাট কোহলির চাই ২৬ রান

IPL 2025 Orange Cap: চার-ছয়ের ফুলঝুরিতে একাধিক ম্যাচে ধামাকা দেখাচ্ছেন নানা ক্রিকেটার। আজ, রবিবার আইপিএলে ডাবল হেডার। এই ম্যাচে কিং কোহলির সামনে সুযোগ রয়েছে অরেঞ্জ ক্যাপের সিংহাসন দখল করার।

Virat Kohli: সিংহাসন দখল করতে DC-র বিরুদ্ধে বিরাট কোহলির চাই ২৬ রান
Virat Kohli: সিংহাসন দখল করতে DC-র বিরুদ্ধে বিরাট কোহলির চাই ২৬ রানImage Credit: PTI
| Updated on: Apr 27, 2025 | 12:02 PM
Share

কলকাতা: আইপিএলের (IPL) রাজ্যে রাজার আসন নিরাপদ নয়। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটার পান অরেঞ্জ ক্যাপ। রানের দিক থেকে তিনি হন রাজা। কিন্তু প্রতি ম্যাচেই রাজার পদ হারানোর সম্ভবনা থাকে। দেখতে দেখতে ১৮তম আইপিএলের ৪৪টি ম্যাচের রোমাঞ্চ উপভোগ করেছেন ক্রিকেট প্রেমীরা। আজ, রবিবার ডাবল হেডার। দিনের প্রথম ম্যাচ ওয়াংখেড়েতে। দ্বিতীয় ম্যাচ অরুণ জেটলি স্টেডিয়ামে। দিনের প্রথম ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে খেলবে মুম্বই। আর দিনের দ্বিতীয় ম্যাচে দেখা হবে দিল্লি ও আরসিবির। এই ম্যাচে বিরাট কোহলির কাছে সুযোগ থাকছে অরেঞ্জ ক্যাপের শীর্ষস্থান দখল করার। তার জন্য় চাই ২৬ রান। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন এ বারের আইপিএলের ৪৪টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা ৫ ক্রিকেটার কারা।

চলতি আইপিএলে এখনও অবধি ৪৪টি ম্যাচ হওয়ার পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা প্রথম ৫ ক্রিকেটার হলেন—

১. সাই সুদর্শন – গুজরাট টাইটান্সের এই তরুণ ক্রিকেটার ৮টি ম্যাচে ৪১৭ রান করেছেন। গড় তাঁর ৫২.১৩। স্ট্রাইকরেট ১৫২.১৮। অরেঞ্জ ক্যাপের মালিক এখন সাই।

২. বিরাট কোহলি – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সুপারস্টার বিরাট অরেঞ্জ ক্যাপের দৌড়ে দুইয়ে রয়েছেন। ৯ ম্যাচে বিরাট করেছেন ৩৯২ রান। গড় ৬৫.৩৩। স্ট্রাইকরেট ১৪৪.১১।

৩. নিকোলাস পুরান – লখনউ সুপার জায়ান্টসের সহ-অধিনায়ক পুরান এ বারের আইপিএলে এখনও অবধি ৯ ম্যাচে ৩৭৭ রান করেছেন। রয়েছেন অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে তিনে। গড় ৪৭.১৩। স্ট্রাইকরেট ২০৪.৮৯।

৪. সূর্যকুমার যাদব – মুম্বই ইন্ডিয়ান্সের সুপারস্টার সূর্য এ বারের আইপিএলে ৯টি ম্যাচে করেছেন ৩৭৩ রান। অরেঞ্জ ক্যাপের চতুর্থ দাবিদার স্কাই। গড় ৬২.১৭। স্ট্রাইকরেট – ১৬৬.৫১।

৫. জস বাটলার – গুজরাট টাইটান্সের জস বাটলার এ বারের আইপিএলে ৮ ম্যাচে ৩৫৬ রান করেছেন। অরেঞ্জ ক্যাপের তালিকায় বাটলার ৫ নম্বরে রয়েছেন। স্ট্রাইকরেট ১৬৫.৫৮। গড় ৭১.২০।