AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: জসপ্রীত বুমরার ফাইফার, ৬ রানের ‘লিড’স ভারতের

India Vs England 1st Test: বোলিংয়ে কার্যত একলা লড়াই করছিলেন জসপ্রীত বুমরা। অবশেষে কিছুটা সঙ্গ পেলেন। বুমরার পাঁচ উইকেট। ৪৬৫ রানে অলআউট ইংল্যান্ড। ৬ রানের মূল্যবান লিড ভারতের।

IND vs ENG: জসপ্রীত বুমরার ফাইফার, ৬ রানের 'লিড'স ভারতের
Image Credit: BCCI
| Updated on: Jun 22, 2025 | 8:53 PM
Share

ভারত-ইংল্যান্ড সমানে সামনে লড়াই। ম্যাচের প্রথম দিন অ্যাডভান্টেজ ছিল ভারতই। দ্বিতীয় দিন লোয়ার অর্ডার ভরসা দিতে ব্যর্থ। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৪৭১ রানে। অথচ ভারতীয় দল যেভাবে ব্যাটিং করছিল, তাতে প্রথম ইনিংসে অন্তত সাড়ে পাঁচশো রান হওয়ার কথা। ওপেনার যশস্বী জয়সওয়াল, ক্যাপ্টেন শুভমন গিল এবং ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ সেঞ্চুরি করেন। বোলিংয়ে কার্যত একলা লড়াই করছিলেন জসপ্রীত বুমরা। অবশেষে কিছুটা সঙ্গ পেলেন। বুমরার পাঁচ উইকেট। ৪৬৫ রানে অলআউট ইংল্যান্ড। ৬ রানের মূল্যবান লিড ভারতের।

ম্যাচের দ্বিতীয় দিন ৩ উইকেটে ২০৯ রান তুলেছিল ইংল্যান্ড। ফিল্ডিংয়ে ভারতের চূড়ান্ত হতাশা, নো-বলে অনেক সুযোগ মিসও হয়েছে। তিনটি উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরাই। শেষ ওভারে নো-বলের জন্য একটি উইকেট মিসও হয়েছিল। ফিল্ডিংয়ে অবশ্য তৃতীয় দিনও বিশেষ কোনও উন্নতি দেখা গেল না। বুমরা এ দিনও নজর কাড়লেন। কেরিয়ারে আরও একবার ফাইফার জসপ্রীত বুমরার।

তৃতীয় দিন কিছুটা সঙ্গ দিলেন প্রসিধ কৃষ্ণ। তিন উইকেট নেন প্রসিধ। মহম্মদ সিরাজ ২ উইকেট নেন। কিন্তু দু-জনেরই ইকোনমি হতাশ করার মতোই। সিরাজ ২৭ ওভারে ১২২ রান দেন, প্রসিধ কৃষ্ণ ২০ ওভারে ১২৮ রান দেন। ইংল্যান্ডর হয়ে অল্পের জন্য সেঞ্চুরি মিস হ্যারি ব্রুকের। ১১২ বলে ৯৯ রানে আউট। তাঁকে ফেরান প্রসিধ কৃষ্ণ।