কলকাতা: এ বার নতুন দায়িত্বে বোর্ড সচিব জয় শাহ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মাথায় বসলেন তিনি। বাংলাদেশের নাজমুল হাসানের পরিবর্তে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির হলেন ৩২ বছরের জয়। এত কম বয়সে আর কেউ কখনও এশিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট হননি।
জয় বলেছেন, ‘একটা বড় দায়িত্ব নিতে পেরে ভালো লাগছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, শুধু সিনিয়র ক্রিকেটকেই ফোকাস করা হয়। কিন্তু আমি শুধু তাতেই আটকে থাকতে চাই না। এসিসি বয়সভিত্তিক ক্রিকেকটেও সমান গুরুত্ব দেবে। পাশাপাশি মেয়েদের ক্রিকেট যাতে এশিয়ায় আরও বেশি ছড়িয়ে পড়, সেটাও দেখবে।’
বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘জয় ক্রিকেটের প্রসারের জন্য় সব রকম চেষ্টা করে। উত্তরপূর্ব ভারতে ক্রিকেট ছড়ানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছে। আমার বিশ্বাস, জয়ের হাত ধরে এশিয়ায় ক্রিকেট নতুন দিশা পাবে।’
আরও পড়ুন: ভারতীয় দলে নতুন কুম্বলে!
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির মেয়াদ দু’বছর। চব্বিশ সদস্যের এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে নেতৃত্ব দেবেন জয়। প্রায় বছর দেড়েক হল বিসিসিআইয়ের সচিবের দায়িত্ব সামলাচ্ছেন। এর মধ্যেই ক্রিকেট প্রশাসক হিসেবে বেশ সুনাম অর্জন করে ফেলেছেন। প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটিতে নতুন দিশা দেখানোর চেষ্টা করছেন ভারতীয় ক্রিকেটকে। জয়ের এসিসির প্রেসিডেন্ট হওয়া মানে উপমহাদেশের ক্রিকেটকেও নেতৃত্ব দেবে ভারত। নয়া পদের জন্য এ দিন জয় শাহকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমাল।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দায়িত্বে এসেই জয় শাহর সামনে এখন নয়া চ্যালেঞ্জ। এশিয়া কাপ আয়োজনের চ্যালেঞ্জ রয়েছে তাঁর সামনে। ভারত-পাকিস্তান দ্বৈরথকে কেন্দ্র করে দু’দেশের কূটনৈতিক টানাপোড়েন বরাবরই সামনে এসেছে। এশিয়া কাপ আয়োজন তাই কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে জয় শাহর কাছে। করোনাভাইরাসের কারণে গতবছর এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারেনি। তার পরিবর্তে এ বছর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।