KKR, IPL 2023 : দ্রুততম হাফসেঞ্চুরি, পাওয়ার প্লে-তেই পাঁচ উইকেট! কেকেআর জুটির রেকর্ড
Shakib Al Hasan-Litton Das: আয়ার্ল্য়ান্ডের বিরুদ্ধে ১৬ বছরের রেকর্ড ভাঙলেন লিটন দাস। তেমনই পাওয়ার প্লে-তেই পাঁচ উইকেট সাকিব আল হাসানের।
কলকাতা : অপেক্ষার পালা শেষের পথে। শুক্রবার শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম। হোম অ্যাওয়ে ফরম্যাটে ফিরছে আইপিএল। এ বারের আইপিএলে অ্যাওয়ে ম্য়াচ দিয়ে শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। ১ এপ্রিল তাদের প্রথম ম্য়াচ পঞ্জাব কিংসের বিরুদ্ধে। মোহালিতে ম্যাচ। জাতীয় দলের খেলা থাকায় এখনও কেকেআর শিবিরে যোগ দিতে পারেননি বাংলাদেশেরে দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস। আইপিএলে যোগ দেওয়ার আগে বিধ্বংসী ফর্মে এই জুটি। নিঃসন্দেহে যা স্বস্তি বাড়াবে কেকেআর শিবিরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত না বদলালে প্রথম দু-ম্য়াচে পাওয়ার সম্ভাবনা নেই সাকিব-লিটনকে। আয়ার্ল্য়ান্ডের বিরুদ্ধে ১৬ বছরের রেকর্ড ভাঙলেন লিটন দাস। তেমনই পাওয়ার প্লে-তেই পাঁচ উইকেট সাকিব আল হাসানের। কেকেআর জুটিকে নিয়ে বিস্তারিত TV9Bangla-য়।
আয়ার্ল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে মাত্র ১৮ বলে হাফসেঞ্চুরি করেন উইকেটকিপার-ব্য়াটার লিটন দাস। ইনিংসের শুরুতেই তাঁর ক্য়াচ পড়েছিল। যার পুরো সুযোগ নেন লিটন। বাংলাদেশের দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছিল মহম্মদ আশরাফুলের দখলে। ২০ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। বাংলাদেশের হয়ে এটিই ছিল দ্রুততম অর্ধশতরান। দীর্ঘ ১৬ বছর পর সেই রেকর্ড ভাঙলেন লিটন দাস। তাঁর ৪১ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংসে প্রথমে ব্য়াট করে ৩ উইকেটে ২০৩ রান করে বাংলাদেশ। বৃষ্টির কারণে ওভার কমানো হয়। ১৭ ওভারে এই রান করে বাংলাদেশ। লিটনের ৮৩ ছাড়া, ধারাবাহিক ফর্মে থাকা রনি তালুকদার ২৩ বলে ৪৪ রান করেন।
ব্য়াট হাতে লিটনের পর বোলিংয়ে সাকিব আল হাসান। ১৭ ওভারে ২০৩ রান তাড়া করতে নেমে শোচনায় অবস্থা হয় আয়ার্ল্য়ান্ডের। সৌজন্য়ে সাকিব আল হাসান। প্রথম ৬ ওভারের মধ্যেই ৪৩ রানে ৬ উইকেট হারায় আয়ার্ল্য়ান্ড। এর মধ্যে ৫ উইকেটই সাকিবের। পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারিও হলেন সাকিব। টিম সাউদির (১৩৪) রেকর্ড ভেঙে শীর্ষে সাকিব আল হাসান। মাত্র ২২ রানে ৫ উইকেট এবং অপরাজিত ৩৮ রানে ম্যাচের সেরাও সাকিব। আয়ার্ল্যান্ড ১৭ ওভারে ৯ উইকেটে ১২৫ রান করে।