AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gambhir on Mayank: মায়াঙ্ক যাদব খেলছেন না, KKR মেন্টর গম্ভীরের কাছে কতটা স্বস্তির?

IPL 2024, Gautam Gambhir: একদিন আগে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলানো হয়নি মায়াঙ্ককে। এক্সপ্রেস গতির এই পেসারকে সুপার সানডে-তে ইডেনেও পাওয়া যাবে না। লখনউয়ের মেন্টর থাকাকালীন মায়াঙ্ককে খুঁজে বের করেছিলেন গম্ভীরই। তিনি এখন কেকেআরের মেন্টর। ফিট থাকলে রবিবারের ম্যাচের আগে মায়াঙ্ককে নিয়েও আলাদা পরিকল্পনা করতে হত। এ বারের আইপিএলে ১৫৬.৭ কিমি/ঘণ্টা গতি তোলা মায়াঙ্কের না থাকাটা কি কেকেআরের কাছে স্বস্তির?

Gambhir on Mayank: মায়াঙ্ক যাদব খেলছেন না, KKR মেন্টর গম্ভীরের কাছে কতটা স্বস্তির?
Image Credit: KKR
| Edited By: | Updated on: Apr 13, 2024 | 5:09 PM
Share

ইডেনে যদি একই রকম গতির পিচ থাকে! সবুজের আভা। কিংবা পুরোপুরি গ্রিন টপ! মায়াঙ্ক যাদব বল করছেন। পরিস্থিতিটা কী হতে পারত? এ বারের আইপিএলের আবিষ্কার বলা যায়, মায়াঙ্ক যাদব। লখনউ সুপার জায়ান্টসের এই পেসার গতি, নিয়ন্ত্রণ, লাইন-লেন্থে তাক লাগিয়ে দিয়েছেন। অভিষেক ম্যাচেই ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ৩ উইকেট। এরপর অ্যাওয়ে ম্যাচে ১৪ রান দিয়ে ৩ উইকেট। টানা দু-ম্যাচে সেরার পুরস্কার।

লখনউ শিবিরের স্বস্তি অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচে মাত্র এক ওভার বোলিং করেন মায়ঙ্ক যাদব। এরপরই মাঠ ছাড়েন। তখন থেকেই জল্পনা চলছিল। তাঁর কি কোনও গুরুতর চোট? আর বোলিংয়ে নামেননি মায়াঙ্ক। ম্যাচের পর দলের সিনিয়র প্লেয়ার ক্রুনাল পান্ডিয়া জানিয়েছিলেন, তাঁর কাছে যা খবর, চোট গুরুতর নয়। পরবর্তীতে টিমের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, মায়াঙ্কের সেরে উঠতে সময় লাগবে। তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। কতটা সময় লাগবে, তা নিশ্চিত নয়।

একদিন আগে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলানো হয়নি মায়াঙ্ককে। এক্সপ্রেস গতির এই পেসারকে সুপার সানডে-তে ইডেনেও পাওয়া যাবে না। লখনউয়ের মেন্টর থাকাকালীন মায়াঙ্ককে খুঁজে বের করেছিলেন গম্ভীরই। তিনি এখন কেকেআরের মেন্টর। ফিট থাকলে রবিবারের ম্যাচের আগে মায়াঙ্ককে নিয়েও আলাদা পরিকল্পনা করতে হত। এ বারের আইপিএলে ১৫৬.৭ কিমি/ঘণ্টা গতি তোলা মায়াঙ্কের না থাকাটা কি কেকেআরের কাছে স্বস্তির?

কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলনে কেকেআর মেন্টর গৌতম গম্ভীর বলেন, ‘একেবারেই না। আমাদের কাছে স্বস্তি হবে? চ্যাম্পিয়ন হতে গেলে এসব ভাবলে চলবে না। আমরা নিজেদের দক্ষতা অনুযায়ী খেলব। বরং আমি চাইব, প্রতিপক্ষর সকলেই ফিট থাকবে, আমাদের চ্যালেঞ্জ করবে, সেটা আমরা কাউন্টার করব। ক্রিকেট কেরিয়ারে আমি এ ভাবেই ভেবে এসেছি। আমি চাই প্রতিপক্ষ সেরা টিম নামাবে। আমরাও সেই অনুযায়ীই খেলব।’