AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR, IPL: পণ্ডিতমশাই আর থাকছেন না নাইট কোচ? প্রাক্তন অধিনায়কের দিকে নজর কেকেআরের!

নাইট শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের (Chandrakant Pandit) সঙ্গে দলের খেলোয়াড়দের সম্পর্ক খুব একটা ভালো নয়। আরও একাধিক কারণে তাঁকে নিয়ে ক্ষুব্ধ কেকেআর ম্যানেজমেন্টও।

KKR, IPL: পণ্ডিতমশাই আর থাকছেন না নাইট কোচ? প্রাক্তন অধিনায়কের দিকে নজর কেকেআরের!
KKR, IPL: পণ্ডিতমশাই আর থাকছেন না নাইট কোচ? প্রাক্তন অধিনায়কের দিকে নজর কেকেআরের!Image Credit: PTI
| Edited By: | Updated on: May 01, 2025 | 6:36 PM
Share

কলকাতা: কেকেআরের (KKR) অন্দরে ফাটল! এই মরসুমটা নাইটদের খুব একটা ভালো যাচ্ছে না। বারবার ধারাবাহিকতার অভাবে ভুগছে গতবারের চ্যাম্পিয়ানরা। নাইট শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে দলের খেলোয়াড়দের সম্পর্ক খুব একটা ভালো নয়। আরও একাধিক কারণে তাঁকে নিয়ে ক্ষুব্ধ কেকেআর ম্যানেজমেন্টও। এমনিতে কড়া বলে ঘরোয়া ক্রিকেটে বদনাম রয়েছে তাঁর। তা সত্ত্বেও টানা তিন বছর কেকেআরে কোচিং করাচ্ছেন চন্দ্রকান্ত। তবে এ বার শোনা যাচ্ছে, তাঁকে নিয়ে নাকি মোহভঙ্গ হয়েছে টিম ম্যানেজমেন্টের। পরবর্তী মরসুমে তাঁকে নাকি ছেড়েও দিতে পারে নাইট রাইডার্স।

এই মরসুমে কেকেআরের কোচিং স্টাফে একাধিক বদল করা হয়েছে। গত বার টিমের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। তিনি ভারতীয় দলের কোচ হওয়ার নাইট শিবিরে নেই। তাঁর বদলে ডোয়েন ব্র্যাভো নতুন দায়িত্ব নিয়েছেন। দলকে সাফল্য দিতে পারেননি। সমর্থকরাও এ নিয়ে ক্ষুব্ধ। বিভিন্ন রিপোর্ট মারফত খবর পাওয়া যাচ্ছে, দলের এক বিদেশির সঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিতের তুমুল ঝামেলা হয়েছে সম্প্রতি। সেই খেলোয়াড় অন্য এক দলের প্লেয়ারের সঙ্গে টিম হোটেলের বাইরে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেই কারণেই নাকি তাঁর উপরে চটে যান চন্দ্রকান্ত।

নাইট রাইডার্সের তারকা পেসার হর্ষিত রানা বলেছেন, “আমি এটা বলব না যে আমাদের দলের সাপোর্ট স্টাফরা পুরোপুরি বদলে গেছে। অভিষেক ভাই আবার দলে ফিরে এসেছেন। চান্দু স্যার, ব্র্যাভো সকলেই ভালো। তবে আগের বছরের দলে একটা ব্যাপার ছিল যা এইবার আমি একটু মিস করছি।”

চন্দ্রকান্তে যদি অসন্তুষ্ট হয় নাইট শিবির, নতুন কোচ হিসেবে কাকে দেখা যেতে পারে? আগামী বছর প্রাক্তন নাইট তারকা, ইওন মর্গ্যানকে কোচ করা হতে পারে কলকাতা নাইট রাইডার্সের। তাঁর সঙ্গে নাকি কথাবার্তাও চলছে। এও শোনা যাচ্ছে, মর্গ্যান নাকি অনেকটাই রাজি। তবে যতক্ষণ না কোচ হিসেবে টিমের দায়িত্ব নিচ্ছেন তিনি, ততক্ষণ এই খবরে শিলমোহর পড়বে না।

শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-