KKR vs LSG, Highlights, IPL 2025: জয়ের খুব কাছে পৌঁছেও KKR-এর হাতছাড়া ২ পয়েন্ট, তিলোত্তমায় হাসি ফুটল পন্থদের মুখে

Kolkata Knight Riders vs Lucknow Super Giants, Live Score in Bengali: ইডেনে ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টস হারিয়ে দিল অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্সকে। কোন পথে পুরানরা হারালেন ভেঙ্কটেশদের? রইল কলকাতা বনাম লখনউ ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

KKR vs LSG, Highlights, IPL 2025: জয়ের খুব কাছে পৌঁছেও KKR-এর হাতছাড়া ২ পয়েন্ট, তিলোত্তমায় হাসি ফুটল পন্থদের মুখে
কেকেআর বনাম লখনউ আইপিএল ম্যাচImage Credit source: TV9 Bangla Graphics

Apr 08, 2025 | 7:40 PM

কলকাতা: ক্রিকেটের নন্দনকাননে আইপিএলের (IPL) ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হল অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। রামনবমীর কারণে এই ম্যাচ ৬ এপ্রিলের জায়গায় আজ ৮ এপ্রিল অনুষ্ঠিত হল। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট অধিনায়ক রাহানে। প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ২৩৮ রান তুলেছিল লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের টপ অর্ডারের তিন ব্যাটার যথাক্রমে করেছেন ৪৭ (এইডেন মার্কব়্যাম), ৮১ (মিচেল মার্শ) ও ৮৭* (নিকোলাস পুরান)। কেকেআরে হয়ে হর্ষিত রানা ২টি ও আন্দ্রে রাসেল ১টি উইকেট নেন। ২৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে নাইট অধিনায়ক রাহানে করেন ৬১ রান। সহঅধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার করেন ৪৫ রান। শেষ বেলায় রিঙ্কু সিং ১৫ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। শেষ অবধি ৭ উইকেটে ২৩৪ রান তোলে নাইটরা। ৪ রানে জয় লখনউয়ের। এই ম্যাচের যাবতীয় খুঁটিনাটি জানতে নজর রাখুন TV9Bangla-র এই লাইভব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 08 Apr 2025 07:37 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচ, পড়ুন রিপোর্ট

    অবিশ্বাস্য বললেও কম বলা হয়। এ বারের আইপিএলে আপাতত সেরা ম্যাচ দেখলেন ক্রিকেট প্রেমীরা। ২৩৯ রানের টার্গেট তাড়ায় কোনও টিম মাত্র ৪ রানে হারছে! এর থেকেই বোঝা যায়, ম্যাচ কতটা রুদ্ধশ্বাস হয়েছে। যদিও হার-এর দিকে থাকতে হল কলকাতা নাইট রাইডার্সকে।

    ম্যাচ রিপোর্ট পড়ুন বিস্তারিত – KKR vs LSG IPL Match Result: মরসুমের সেরা ম্যাচ! আইপিএলে রেকর্ডের সামনে থেকে হার কেকেআরের

  • 08 Apr 2025 07:20 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: টানটান শেষ ওভার

    • শেষ ওভারে জিততে কেকেআরের চাই ২৪ রান
    • রবি বিষ্ণোইয়ের প্রথম ডেলিভারিতে বাউন্ডারি হর্ষিত রানার
    • দ্বিতীয় ডেলিভারিতে কোনও রান নিতে পারলেন না রানা
    • তৃতীয় ডেলিভারিতে সিঙ্গল নেন রানা
    • চতুর্থ ডেলিভারিতে বল বাউন্ডারিতে পাঠান রিঙ্কু
    • পঞ্চম ডেলিভারিতে রিঙ্কুর ব্যাটে আবার চার
    • ষষ্ঠ ডেলিভারিতে ছক্কা হাঁকালেন রিঙ্কু
    • শেষ অবধি ৪ রানে জয় লখনউয়ের।
  • 08 Apr 2025 07:16 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: ম্যাচ ফিনিশ করতে পারবেন রিঙ্কু-রানা?

    জিততে হলে কেকেআরকে ১২ বলে তুলতে হবে ৩৮ রান। ক্রিজে রিঙ্কু সিং ও হর্ষিত রানা। তাঁরা কি পারবেন নাইটদের ঝুলিতে ২ পয়েন্ট আনতে?

  • 08 Apr 2025 06:57 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: জয়ের কাছে পৌঁছনোর আগে বিপর্যয় কেকেআরে

    ইডেনে পরপর উইকেট হারাচ্ছে কেকেআর। যে ছন্দে দল এগোচ্ছিল, তাতে নাইটরা জয়ের কাছে প্রায় পৌঁছেই গিয়েছিল। হঠাৎ যেন তাল কাটল! ১৫ ওভার শেষে ৫ উইকেটে ১৭৩ রান তুলেছে কেকেআর। বাকি থাকা ৩০ বলে কেকেআরকে জিততে হলে তুলতে হবে ৬৬ রান। ১৫তম ওভারের শেষ বলে অঙ্গকৃষ রঘুবংশীর উইকেট তুলে নেন আবেশ খান। দুরন্ত ক্যাচ ঋষভ পন্থের।

  • 08 Apr 2025 06:44 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: শার্দূল ফেরালেন রাহানেকে

    ৩৫ বলে ৬১ রানের ইনিংস উপহার দেন কেকেআরের অধিনায়ক। শার্দূলের ফুল টসে রাহানের ক্যাচ নেন পুরান। তারপরই দেখা যায় লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা এক ছবি বের করে তাতে প্রণাম করছেন। এর আগেও লখনউয়ের ম্যাচে প্রতিপক্ষের উইকেট পড়লে এমনটা করতেন লখনউ মালিক সঞ্জীব।

  • 08 Apr 2025 06:26 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: রাহানের হাফসেঞ্চুরি

    দুরন্ত ছন্দে কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে। তাঁকে এখন ক্রিজে সঙ্গ দিচ্ছেন কেকেআরের সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। ২৬ বলে হাফসেঞ্চুরি রাহানের।

  • 08 Apr 2025 06:22 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: ইনিংসের মাঝপথে কেকেআর

    কলকাতার ইনিংসের ১০ ওভারের খেলা শেষ। ভেঙ্কটেশ আইয়ার ও অজিঙ্ক রাহানে মিলে এগিয়ে নিয়ে যাচ্ছেন কেকেআরকে। ১০ ওভারে কেকেআর ২ উইকেট হারিয়ে তুলেছে ১২৯ রান। জয়ের জন্য কেকেআরের এখনও প্রয়োজন ৬০ বলে ১১০ রান।

  • 08 Apr 2025 06:08 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: নারিন আউট

    দিগ্বেশ সিং রাঠী তুলে নিলেন নাইট ওপেনার সুনীল নারিনের উইকেট। ১৩ বলে ৩০ রান করেছেন নাইটদের অন্যতম অস্ত্র নারিন। যাঁকে দেখে বোলিংয়ে অনুপ্রাণিত হয়েছেন দিগ্বেশ, তাঁর উইকেট যে দিল্লির ছেলের কাছে গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

  • 08 Apr 2025 06:02 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: পাওয়ার প্লে শেষ

    • ২.৩ ওভারে প্রথম উইকেট হারাল কেকেআর
    • কুইন্টন ডি’ককের উইকেট হারানোর পর নাইটদের হাল ধরেন সুনীল নারিন ও ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে
    • পাওয়ার প্লে-র শেষে কেকেআরের স্কোর ১ উইকেটে ৯০
  • 08 Apr 2025 05:59 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: ৭ হাজারের ক্লাবে রাহানে

    টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রানের রেকর্ড পূরণ করার জন্য রাহানের প্রয়োজন ছিল ২৫ রান। লখনউয়ের বিরুদ্ধে ২৪ রানে থাকাকালীন ছয় মারেন রাহানে। আর তাতেই রাহানে স্পর্শ করেন টি-২০ কেরিয়ারে ৭ হাজার রানের মাইলস্টোন।

  • 08 Apr 2025 05:44 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: আউট ডি’কক

    আকাশ দীপ তুলে নিলেন কুইন্টন ডি’ককের উইকেট। ৯ বলে ১৫ রান করে মাঠ ছাড়লেন প্রোটিয়া উইকেটকিপার ব্যাটার।

  • 08 Apr 2025 05:27 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: কেকেআরের ইনিংস শুরু

    বল হাতে আকাশ দীপ। প্রথম ডেলিভারিতেই ওয়াইড। কেকেআরের হয়ে ওপেনিংয়ে কুইন্টন ডি’কক ও সুনীল নারিন। টার্গেট ২৩৯।

  • 08 Apr 2025 05:02 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: কততে পৌঁছবে লখনউ!

    ফের ব্রেক থ্রু দিলেন হর্ষিত। লখনউ ইতিমধ্যেই ৩ উইকেট হারিয়ে ২২১ তুলে নিয়েছে। এখনও ১০ বল বাকি। ঋষভ পন্থ তবু নামলেন না। ক্রিজে পুরানের সঙ্গে যোগ দিলেন মিলার।

  • 08 Apr 2025 04:58 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: ১৫০!

    আইপিএলে ১৫০ ছয় পেরিয়ে গেলেন নিকোলাস পুরান। এখনও প্রায় দু-ওভার বাকি। বিরাট স্কোরের পথে লখনউ সুপার জায়ান্টস।

  • 08 Apr 2025 04:48 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: সেঞ্চুরির সামনে ফিরলেন মার্শ

    আইপিএলের এই মরসুমে দুর্দান্ত খেলছেন মিচেল মার্শ। এ দিন মনে হচ্ছিল, সেঞ্চুরিও আসতে পারে। কিন্তু কেকেআরের গোল্ডেন আর্ম আন্দ্রে রাসেলের কাছে পরাস্থ। রাসেলের গতি কম। তাতেই সমস্যায় পড়লেন মার্শ। রিঙ্কুর সহজ ক্যাচ। কিন্তু চারে নামলেন না ক্যাপ্টেন ঋষভ পন্থ।

  • 08 Apr 2025 04:19 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: গতির ভুলে ক্ষতি!

    পিচের বাউন্সে ভরসা ছিল। যদিও গতির হেরফের বুঝতে পারেননি এইডেন মার্কব়্যাম। শট খেলে দেন। বল আসে পরে। উইকেট ছিটকে দেন হর্ষিত রানা। হাফসেঞ্চুরির সামনে থেকে ফিরতে হল মার্কব়্যামকে।

  • 08 Apr 2025 03:55 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: ভালো শুরু লখনউয়ের

    ইডেনে প্রথম ৫ ওভারে ভালো পারফর্ম করেছে লখনউ। দুই ওপেনার মিচেল মার্শ ও  এইডেন মার্কব়্যামকে ছন্দে দেখা যাচ্ছে।

  • 08 Apr 2025 03:27 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: শার্দূলের মাইলস্টোন ম্যাচ

    আজ শার্দূল ঠাকুর আইপিএলে ১০০তম ম্যাচ খেলতে চলেছেন।

  • 08 Apr 2025 03:14 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: টস আপডেট

    টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার অধিনায়ক অজিঙ্ক রাহানে।

  • 08 Apr 2025 02:25 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: কী হতে পারে KKR-LSG কম্বিনেশন? পড়ুন প্রিভিউ

    কেকেআরে ওপেনিং জুটি ফ্লপ করলেও সার্বিক ব্যাটিং খুবই ভালো হয়েছে। বিশেষ করে বলতে হয়, ভেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিংয়ের কথা। স্লগ ওভারে বিধ্বংসী ব্যাটিং করেছেন। আর বোর্ডে বড় রানের পুঁজি থাকায়, বোলারদের আরও বিধ্বংসী দেখিয়েছে।

    পড়ুন বিস্তারিত – KKR vs LSG Playing XI IPL 2025: দিনের ম্যাচ, স্পিনই বাজি! কী হতে পারে KKR-LSG কম্বিনেশন?

  • 08 Apr 2025 02:00 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: নাইটরা তৈরি, আর আপনারা?

    ইডেনে আর কিছুক্ষণ পর শুরু হবে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ। নাইটরা তৈরি। আর আপনারা?

  • 08 Apr 2025 01:34 PM (IST)

    KKR vs LSG, IPL 2025: আজ আইপিএলের ডাবল হেডার

    আইপিএলের চলতি মরসুমে এই প্রথম বার উইক-ডে-তে আইপিএলের ডাবল হেডার। আজ, মঙ্গলবার ইডেনে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। আর তারপর দিনের দ্বিতীয় ম্যাচে মুল্লানপুরে মুখোমুখি হবে পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস।