KKR vs LSG Playing XI IPL 2025: দিনের ম্যাচ, স্পিনই বাজি! কী হতে পারে KKR-LSG কম্বিনেশন?
KKR vs LSG Preview: কেকেআরে ওপেনিং জুটি ফ্লপ করলেও সার্বিক ব্যাটিং খুবই ভালো হয়েছে। বিশেষ করে বলতে হয়, ভেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিংয়ের কথা। স্লগ ওভারে বিধ্বংসী ব্যাটিং করেছেন। আর বোর্ডে বড় রানের পুঁজি থাকায়, বোলারদের আরও বিধ্বংসী দেখিয়েছে।

ইডেন গার্ডেন্সে আপাতত মরসুমের সেরা ম্যাচ কি আজই হতে চলেছে? হতেই পারে। কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস। দু-দলই হোম গ্রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। কলকাতা নাইট রাইডার্স গত ম্যাচে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। তাও আবার ৮০ রানের বিশাল ব্যবধানে। কেকেআরে ওপেনিং জুটি ফ্লপ করলেও সার্বিক ব্যাটিং খুবই ভালো হয়েছে। বিশেষ করে বলতে হয়, ভেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিংয়ের কথা। স্লগ ওভারে বিধ্বংসী ব্যাটিং করেছেন। আর বোর্ডে বড় রানের পুঁজি থাকায়, বোলারদের আরও বিধ্বংসী দেখিয়েছে।
অন্য দিকে, একানা স্টেডিয়ামে শেষ দু-ওভারের আগে অবধি লখনউও আত্মবিশ্বাসী ছিল না ম্যাচটা তারা জিততে পারে। শেষ ২ ওভারে ২৯ রান প্রয়োজন ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। শার্দূল ঠাকুর এবং আবেশ খানের দুর্দান্ত বোলিংয়ে ১২ রানের জয় ছিনিয়ে নেয় লখনউ। নিকোলাস পুরান, মিচেল মার্শ এবং শেষ দিকে আয়ুষ বাদোনিরাও ফর্মে। লখনউ শিবিরে সমস্যা দুটোই, ঋষভ পন্থ এবং রবি বিষ্ণোই। পন্থের ব্যাটিং ফ্লপ, রিস্ট স্পিনার রবি বিষ্ণোইয়ের বোলিং।
দু-দলেই প্রতিভা-দক্ষতার অভাব নেই। দু-দলেই দক্ষ স্পিনারও রয়েছে। পরীক্ষা কি তবে ব্যাটারদের? বলা যায়। তবে টেকনিকের দিক থেকে কেকেআরের ব্য়াটাররা অনেকটা অ্য়াডভান্টেজে। এটা ঠিক, স্পিন খেলার বিষয়ে একমাত্র অস্বস্তি আন্দ্রে রাসেল। সেই অবধি যদি ব্যাটিংই না আসে! দুপুরের ম্যাচ, কড়া রোদ, পিচ থেকে স্পিনাররা সুবিধা আদায় করে নিতে পারেন। কেকেআরের কাছে সুনীল নারিন-বরুণ চক্রবর্তী রয়েছেন। সঙ্গে মইন আলি। আর কী চাই! এই ম্যাচে কী হতে পারে দু-দলের কম্বিনেশন?
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দ্বাদশ: কুইন্টন ডি’কক, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে, অংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মইন আলি, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য দ্বাদশ: এইডেন মার্কব়্যাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ/শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, আবেশ খান, আকাশ দীপ, দিগ্বেশ রাঠি, রবি বিষ্ণোই





