AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL: হর্ষিতের ফ্লাইং কিস টু রাহুলের কান্তারা, সেলিব্রেশনই যখন IPL-এ বিনোদনের ফোয়ারা!

IPL Celebration: এসব শুনে তালগোল পাকাচ্ছে নিশ্চয়ই! বিষয়টা পরিষ্কার করা যাক। ক্রিকেট মানেই বিনোদন, তা ঠিক। তেমনই ক্রিকেট খেলার মাঝে যদি প্লেয়ারদের আগ্রাসন, সেলিব্রেশন না থাকে তা হলে ম্যাচটা ঠিক জমে না।

IPL: হর্ষিতের ফ্লাইং কিস টু রাহুলের কান্তারা, সেলিব্রেশনই যখন IPL-এ বিনোদনের ফোয়ারা!
হর্ষিতের ফ্লাইং কিস টু রাহুলের কান্তারা, সেলিব্রেশনই যখন IPL-এ বিনোদনের ফোয়ারা!Image Credit: BCCI
| Updated on: May 02, 2025 | 9:18 PM
Share

বাইশ গজ শুধু ক্রিকেট খেলা দেখায় না। সঙ্গে থাকে এক বিশেষ বিনোদনও। আইপিএলের মঞ্চে প্রতিটি ম্যাচেই কমবেশি সেই বিশেষ বিনোদনের ছাপ দেখা যায়। নিশ্চয়ই ভাবছেন, ক্রিকেটই তো বিনোদন, তা হলে খেলা ছাড়া বাইশ গজ আর কোন বিনোদন দেখায়? আসছি সেই প্রসঙ্গে। তার আগে একবার ভাবুন তো, বাইশ গজে শুধুই ক্রিকেটারদের চার-ছয় মারতে দেখলে বা উইকেট নিতে দেখলে ভালো লাগতো? অনেকেই বলবেন, সেটাই তো ক্রিকেট খেলা। একদল ক্রিকেট প্রেমীর উত্তর আসবে, নিশ্চয় ভালো লাগবে। আবার বেশ কয়েকজন ক্রিকেট প্রেমী এমনও রয়েছেন, যারা বলবেন, শুধু চার-ছয়-উইকেটে ক্রিকেট কমপ্লিট নয়। ক্রিকেট তখনই কমপ্লিট হয়, যখন সেই বিশেষ বিনোদন মাঠে দেখা যায়।

এসব শুনে তালগোল পাকাচ্ছে নিশ্চয়ই! বিষয়টা পরিষ্কার করা যাক। ক্রিকেট মানেই বিনোদন, তা ঠিক। তেমনই ক্রিকেট খেলার মাঝে যদি প্লেয়ারদের আগ্রাসন, সেলিব্রেশন না থাকে তা হলে ম্যাচটা ঠিক জমে না। আইপিএলের ইতিহাসে একাধিক ক্রিকেটার এমন অবাক অবাক সেলিব্রেশন করেছেন, যা দিয়ে তাঁরা বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। এ বার অনেক ক্রিকেট প্রেমীর চোখের সামনে ভেসে উঠবে আইপিএলের নানা ইউনিক সেলিব্রেশন।

গত মরসুমে কেকেআরের তরুণ বোলার হর্ষিত রানার ফ্লাইং কিস সেলিব্রেশন ভীষণ জনপ্রিয় হয়েছিল। যদিও ওই সেলিব্রেশনের কারণে তাঁকে বোর্ডের শাস্তির মুখে পড়তে হয়েছিল। মহেশ থিকসানা আবার আইপিএলের মঞ্চে উইকেট নিয়ে তির-ধনুক মারার সেলিব্রেশন করতেন। সেই সেলিব্রেশন তিনি শ্রীলঙ্কার হয়ে খেলার সময়ও পরবর্তীতে করেন। ওয়ানিন্দু হাসারঙ্গাকে আইপিএলে দেখা গিয়েছে উইকেট নিলে আল্লু অর্জুনের ‘পুষ্পা’ সিনেমার ইউনিক স্টাইলে সেলিব্রেশন করতে। এ বারের আইপিএলেও বেশ কয়েকটি ম্যাচে একাধিক ক্রিকেটারকে নজরকাড়া কিছু সেলিব্রেশন করতে দেখা গিয়েছে।

পুষ্পা-কান্তারা-নোটবুক! IPL-এ সেলিব্রেশনের ‘নব’জোয়ার

বেঙ্গালুরুর ঘরের মাঠে লোকেশ রাহুলের ‘কান্তারা’ সেলিব্রেশন এই আইপিএলে সবচেয়ে চর্চিত। আরসিবির বিরুদ্ধে দিল্লির রাহুল ম্যাচ ইনিংসের পর মাঠে গোল করে ইঙ্গিত করেন। যা দিয়ে বোঝাতে চেয়েছিলেন, এই মাঠ তাঁর নিজের। এখানেই শেষ নয়, এ বারের আইপিএলে ‘কান্তারা’ সেলিব্রেশনের পাশাপাশি রাহুলের আর এক সেলিব্রেশন নজর কেড়েছে অনেকের। নিজের পুরনো দল লখনউের বিরুদ্ধে ৫৭ রানের অপরাজিত ইনিংসের পর ব্যাট দিয়ে পিঠে নিজের ও টিমের নাম দেখিয়ে সেলিব্রেট করেছিলেন রাহুল।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হ্যাটট্রিক নিয়ে যুজবেন্দ্র চাহাল তাঁর ইউনিক সেলিব্রেশন করেছেন। মাঠের মধ্যে প্রায় আধশোয়া অবস্থায় বসে পড়েন চাহাল। এটি যুজির ট্রেডমার্ক স্টাইল। অতীতে ভারতের এক ম্যাচ চলাকালীন বাউন্ডারি লাইনের পাশে প্রায় আধশোয়া অবস্থায় বসেছিলেন। সেই ছবি ভাইরাল হয়েছিল। পরে চাহাল একাধিক জায়গায় এই পোজ দিয়ে ছবিও তুলেছিলেন।

আর এক সেলিব্রেশনের কথা না বললেই নয়, তা দিগ্বেশ রাঠীর। এই আইপিএলেই লখনউ জার্সিতে অভিষেক হয়েছে তাঁর। উইকেট নিয়ে তিনি নোটবুক সেলিব্রেশন করেন। একবার নয়, দুই বার এমন সেলিব্রেশন করেন তিনি। যার ফলে তাঁকে বোর্ডের শাস্তির মুখেও পড়তে হয়েছে। বিসিসিআই তাঁকে শাস্তি দেওয়ার পর মাঠের মধ্যে লিখে সেলিব্রেট করতে দেখা যায় তাঁকে।

২২ গজে সেলিব্রেশনের বহর সব সময় ঠাহর করা যায় না। দিন দিন একাধিক ক্রিকেটারদের দেখা যাচ্ছে অভিনব সব সেলিব্রেশন করতে। এই সংখ্যাটা ভবিষ্যতে আরও বাড়বে তেমনটাই বলা যায়।