AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Cricket: বাবর আজম যা পারেননি, তা করে দেখালেন বিরাট কোহলির কার্বন কপি সাউদ শাকিল

Saud Shakeel: গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ডবল সেঞ্চুরি হাঁকিয়ে এখন লাইমলাইটে পাকিস্তানের বাঁ হাতি ব্যাটার সাউদ শাকিল। পাকিস্তানের জার্সিতে এই নিয়ে কেরিয়ারের ষষ্ঠ টেস্ট ম্যাচ খেলছেন সাউদ শাকিল।

Pakistan Cricket: বাবর আজম যা পারেননি, তা করে দেখালেন বিরাট কোহলির কার্বন কপি সাউদ শাকিল
পাক নেতা বাবর যা পারেননি, তা করে দেখালেন কোহলির কার্বন কপি সাউদ শাকিল
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 3:58 PM
Share

গল: এ ভাবেও দলকে ভরসা দেওয়া যায়… দেখিয়ে দিলেন এক পাক ক্রিকেটার। গলে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলছে বাবর আজমের পাকিস্তান (Pakistan)। সেখানে প্রথম ইনিংসে এক সময় রীতিমতো চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। স্কোরবোর্ডে তখন ১০১ রান। ৫টি উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। এরপর আসল ম্যাজিক দেখান পাকিস্তানের সাউদ শাকিল (Saud Shakeel)। পাক অধিনায়ক বাবর আজম যা করতে পারেননি, তা করে দেখিয়েছেন সাউদ শাকিল। এই পাক ক্রিকেটারকে অনেকে বিরাট কোহলির কার্বন কপিও বলেন। এই পাক তারকার সম্পর্কে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

২৭ বছর বয়সে সাউদ শাকিলের পাকিস্তানের জাতীয় দলে অভিষেক হয়েছে। এখনও অবধি দেশের হয়ে ৫টি টেস্টে খেলেছেন। এবং ৫টি ওডিআই ম্যাচে খেলেছেন। কেরিয়ারের ষষ্ঠ টেস্টেই বিরাট কীর্তি গড়েছেন এই পাক ক্রিকেটার। ধুঁকতে থাকা পাকিস্তানকে শুধু অক্সিজেনই তিনি দেননি বরং প্রথম ইনিংসে পাকিস্তানকে ১৪৯ রানের লিড এনে দেন সাউদ। আর তিনি প্রথম ইনিংসে অপরাজিত থাকেন ২০৮ রানে। এই নিয়ে টেস্ট কেরিয়ারের প্রথম ৬টি টেস্টেই অর্ধশতরান করেছেন সাউদ শাকিল। এই নজির রয়েছে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকরের।

শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টের তৃতীয় দিন সাউদ শাকিল অসাধারণ ব্যাটিং করেন। এবং ডবল সেঞ্চুরি হাঁকান। ৩৬১ বলে ২০৮ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর এই দ্বিশতরানের ইনিংসে ছিল ১৯টি চার। সাউদ শাকিল হলেন পাকিস্তানের প্রথম ক্রিকেটার, যিনি শ্রীলঙ্কার মাটিতে ডবল সেঞ্চুরি করলেন। এর আগে শ্রীলঙ্কায় টেস্টে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল মহম্মদ হাফিজ (১৯৬) ও ইউনুস খানের (১৭৭)। পাক অধিনায়ক বাবর আজমের নামেও শ্রীলঙ্কার মাটিতে টেস্টে ডবল সেঞ্চুরির কীর্তি নেই। এ ছাড়া ২৩তম পাক ব্যাটার হিসেবে টেস্টে ডবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন সাউদ।

কেন সাউদ শাকিলকে বলা হচ্ছে বিরাট কোহলির কার্বন কপি?

আসলে পাক ক্রিকেটার সাউদ শাকিল যখন গলে ডবল সেঞ্চুরি করেন, সেই সময় তিনি বিরাট কোহলির মতো সেলিব্রেশন করেন। সাউদের শরীরী ভাষা পুরো কোহলির মতো ছিল। তাই তাঁকে বিরাট কোহলির কার্বন কপি বলা হচ্ছে।

সিনিয়র দলেই নয়, জুনিয়র টিমেও নজর কেড়েছিলেন সাউদ

পাক ক্রিকেটার সাউদ শাকিল ২০১৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন। তিনি সে বার পাকিস্তানের অধিনায়ক ছিলেন। সে বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরে গিয়ে রানার্স হয়েছিল সাউদ শাকিলের নেতৃত্বাধীন পাকিস্তান।