IPL 2025, Virat Kohli: ‘সামলে নেবে’, বিরাট কোহলির সতীর্থই বাজি ডিভিলিয়ার্সের
Royal Challengers Bengaluru: ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলির ওপেনিং পার্টনারশিপই মূল ভরসা ছিল আরসিবির। দু-দিক থেকেই দুই ব্যাটারের তাণ্ডবে দিশেহারা পরিস্থিতি হয়েছে প্রতিপক্ষর। আরসিবির মিডল অর্ডার নিয়ে চাপ ছিল। এ বার সেটা অনেকটাই কমেছে।

বিরাট কোহলি অনেক চাপমুক্ত হয়ে খেলতে পারবেন! এমনটাই মনে করছেন কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। ২২ মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ। উদ্বোধনী ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইডেন গার্ডেন্সে আবেগের ম্যাচ আরসিবি ওপেনারের জন্য। ফাফ ডুপ্লেসিকে এ মরসুমে রিটেন করেনি আরসিবি। ফলে বিরাট কোহলির ওপেনিং সঙ্গী পরিবর্তন হচ্ছে। তাঁর ওপেনিং পার্টনার ফিল সল্ট। গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত খেলেছেন। সেই ফিল সল্টই এ বার খেলবেন কেকেআরের বিরুদ্ধে। এবিডির বাজি সল্ট!
ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলির ওপেনিং পার্টনারশিপই মূল ভরসা ছিল আরসিবির। দু-দিক থেকেই দুই ব্যাটারের তাণ্ডবে দিশেহারা পরিস্থিতি হয়েছে প্রতিপক্ষর। আরসিবির মিডল অর্ডার নিয়ে চাপ ছিল। এ বার সেটা অনেকটাই কমেছে। বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদারের পর মিডল অর্ডারে লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া-জীতেশ শর্মার মতো ব্যাটার রয়েছেন। জীতেশ আইপিএলে ঝড় তোলা ব্যাটার। তবে বিরাট কোহলি এ বার অনেক খোলামনে ব্যাট করতে পারবেন, এমনটাই মত এবিডি। এর কারণ, উল্টোদিকে থাকছেন ফিল সল্ট।
সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। দুর্দান্ত খেলেছেন বিরাট কোহলি। জিওহটস্টারে আরসিবির প্রাক্তন তারকা এবিডির কথায়, ‘বিরাটকে দেখেই মনে হচ্ছে, ও খেলাটা দারুণ উপভোগ করছে। আমার মনে হয় না, বিরাটকে এ বার স্ট্রাইকরেট নিয়ে খুব একটা ভাবতে হবে। কারণ, ও ফিল সল্টের সঙ্গে ব্যাটিং করবে। সল্ট বিধ্বংসী ব্যাটার। সকলেই ওর খেলা দেখেছি।’
এবিডি আরও যোগ করেন, ‘আমার মনে হয়, বিরাটের উপর থেকে অনেকটা চাপ কমিয়ে দেবে সল্ট। বিরাট মূলত যেটা করে এসেছে, সেটা করে যেতে হবে। একদিক থেকে খেলাটা ধরে রাখতে হবে। স্মার্ট ক্রিকেট খেলতে হবে বিরাটকে। ওকে কেন্দ্র করে বাকিরা খেলবে।’ বিরাট এই ভূমিকা পালন করলে আরসিবির ব্যাটিং বিপর্যয়ও হবে না বলেই মনে করেন এবিডি। বিরাটকে ব্যাটিংয়ের ক্য়াপ্টেন হতে বলছেন এই কিংবদন্তি।





