Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, KKR: জুরেল সুযোগ পাচ্ছেন, কেকেআরও সুযোগ দেবে!

IPL 2025, RR vs KKR: তেমনই একঝাঁক তরুণ। সেটা ব্যাটিংয়ে হোক বা বোলিংয়ে। উদাহরণ হিসেবে বিগ্নেশ পুথুর, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, দিগ্বেশদের কথাও বলতে হয়। তরুণরা কী ভাবে ভালো পারফর্ম করছেন?

IPL 2025, KKR: জুরেল সুযোগ পাচ্ছেন, কেকেআরও সুযোগ দেবে!
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 25, 2025 | 9:02 PM

বিনোদনের ক্রিকেট। ক্রিকেটের বিনোদন। সব মিলিয়ে জমজমাট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। অজিঙ্ক রাহানে, বিরাট কোহলি, নিকোলাস পুরান, মিচেল মার্শের মতো প্লেয়াররা ব্যাট হাতে ঝড় তুলছেন। এক দিকে যেমন তাঁদের মতো অভিজ্ঞরা পারফর্ম করছেন। তেমনই একঝাঁক তরুণ। সেটা ব্যাটিংয়ে হোক বা বোলিংয়ে। উদাহরণ হিসেবে বিগ্নেশ পুথুর, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, দিগ্বেশদের কথাও বলতে হয়। তরুণরা কী ভাবে ভালো পারফর্ম করছেন?

আইপিএল যতই বিনোদনের ক্রিকেট হোক, আল্টিমেটলি তো খেলাটা নতুন নয়। বেসিক ঠিক থাকলে পারফর্ম করতে সমস্যা হওয়ার কথা নয়। তবে তরুণদের ভালো পারফর্মের ক্ষেত্রে আলাদা করে বলতে হয় টিম ম্যানেজমেন্টের কথাও। তারা ভরসা দেখিয়ে সুযোগ দিয়েছে বলেই এই তরুণ ক্রিকেটাররা পারফর্ম করতে পারছেন। গতকালের ম্যাচেও যেমন এক তরুণ দুর্দান্ত পারফর্ম করলেন। কেকেআরও কি এমন সুযোগ দেবে আজকের ম্যাচে?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। গত মরসুমে তাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ওপেনিং জুটি। ফিল সল্ট ও সুনীল নারিন ধারাবাহিক ভালো পারফর্ম করেছিলেন। এবার সল্টকে রিটেন করেনি কেকেআর। গত মরসুমের আরও একটা উল্লেখযোগ্য বিষয় ছিল। টিমে গুরবাজ থাকা সত্ত্বেও সল্টে ভরসা দেখিয়েছিলেন গম্ভীর। প্র্যাক্টিস ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন সল্ট। অডিশনে পাশ করেছিলেন। ডিজে ব্র্যাভো কি সেই পথে হাঁটবেন?

কেকেআরের মেন্টর এবার ডোয়েন ব্র্যাভো। টি-টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন। মরসুম শুরুর আগে বলেছিলেন, গম্ভীরের উইনিং ফর্মুলায় ভরসা রাখবেন। এই থেকেই প্রশ্ন, তা হলে কি প্র্যাক্টিস ম্যাচে দুর্দান্ত খেলা লাভনীথ সিসোদিয়াকে প্রথম ম্যাচে সুযোগ দেওয়া যেত? সুনীল নারিনের সঙ্গে অভিজ্ঞ কুইন্টন ডিককের উপরই ভরসা রাখে নাইট ম্যানেজমেন্ট। কুইন্টন কিন্তু ক্লিক করেননি। লাভনীথও কিপার ব্যাটার। তাঁকে একাদশে রাখলে সুনীল নারিন, রাসেল, স্পেন্সর জনসনের সঙ্গে বিদেশি পেসার নর্টজেকেও খেলাতে পারবে কেকেআর।

রাজস্থান রয়্যালসে খেলেন ধ্রুব জুরেল। দেশের হয়েও খেলেছেন। রাজস্থান কিন্তু তাঁর উপর অনেক আগে থেকেই ভরসা দেখিয়ে এসেছে। এই তরুণ ক্রিকেটার ধীরে ধীরে জাতীয় দলের মানচিত্রেও ঢুকে পড়েছিলেন। টেস্টও খেলেছেন। কেকেআরও হর্ষিত রানা, রিঙ্কু সিংদের উপর আস্থা দেখিয়েছিল বলেই ভারতীয় ক্রিকেট পেয়েছিল তাঁদের। ডিজে ব্র্যাভো নতুন তারা তৈরি করতে পারেন কি না, সেদিকেই চোখ। হার দিয়ে অভিযান শুরু করেছে কেকেআর। ঘুরে দাঁড়ানোর ম্যাচে মেন্টর ব্র্যাভো যদি ভরসা দেখান তরুণ কিপার ব্যাটার লাভনীথ সিসোদিয়ার উপর? একেবারেই অবাক হওয়ার নেই। বরং, এই সিদ্ধান্তই হয়তো পার্থক্য গড়ে দিতে পারে।