ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দামামা বেজে গিয়েছে। বাঁ হাতি পেসার বনাম রিঙ্কু সিং। মনে পড়ে গত বারের আইপিএলের কথা? গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। শেষ ওভারে টানা পাঁচটি ছয় মেরে অবিশ্বাস্য ম্যাচ জিতিয়েছিলেন কেকেআর স্টার রিঙ্কু সিং। তবে একজন ঘরোয়া ক্রিকেটার এবং বিশ্বজয়ীর মধ্যে যে বিশাল ফারাক থাকবে এটাই স্বাভাবিক। তাঁর বোলিংয়েও ফ্লিক শটে ছয় মারলেন রিঙ্কু সিং!
Rinku Singh smashed a SIX to Mitchell Starc 🍿💥#RCBUnbox #IPL2024 #RinkuSingh pic.twitter.com/jTJAqBzuYP
— Leeonie_0 (@Leeonie_0) March 19, 2024
শুক্রবার শুরু আইপিএল। তার আগে দ্বিতীয় প্র্যাক্টিস ম্যাচ খেলল কলকাতা নাইট রাইডার্স। নিজেদের মধ্যে ম্যাচ হলেও তাগিদ দুর্দান্ত। আসলে একাদশে জায়গা করে নিতে হলে প্র্যাক্টিস সেশন এবং ম্যাচে দক্ষতা প্রমাণ করতে হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্ক। আইপিএলে ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন। তাঁকে প্রায় ২৫ কোটি টাকায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
নাইট সমর্থকরা অপেক্ষায় ছিলেন স্টার্ককে প্রস্তুতি দেখার। মঙ্গলবার রাতে এ মরসুমের দ্বিতীয় প্র্যাক্টিস ম্যাচ খেলল নাইট রাইডার্স। বোলিং ওপেন করেন মিচেল স্টার্ক। কয়েক মাস আগেই ভারতে হওয়া ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। তাতে বড় অবদান রয়েছে স্টার্কের। তাঁকে কেন এত টাকায় নেওয়া হয়েছে, এ নিয়ে নানা প্রশ্নও উঠেছিল। প্রথম প্রস্তুতি ম্যাচেই স্টার্ক বুঝিয়ে দেন তিনি কেন সবচেয়ে দামি।
Mitch Starc taking wickets in purple – we can get used to this! 😌 pic.twitter.com/Xgls0JoQmH
— KolkataKnightRiders (@KKRiders) March 19, 2024
নাইট জার্সিতে প্রথম ওভারেই উইকেট নেন মিচেল স্টার্ক। আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজকে লেগ বিফোর করেন। দুর্দান্ত ফিল্ডিংও করেন মিচেল স্টার্ক। নজর ছিল তাঁর স্লগ ওভার বোলিংয়ে। ইনিংসের শেষ ওভারে বোলিংয়ে স্টার্ক। স্ট্রাইকে রিঙ্কু সিং। প্রথম বলেই ফ্লিক শটে ছয় মারেন রিঙ্কু। পরের বলে সিঙ্গল। শেষ বলে ফের স্ট্রাইক পান। জমি ঘেসা শটে বাউন্ডারি মারেন রিঙ্কু। চ্যাম্পিয়ন বোলারের বিরুদ্ধে রিঙ্কুর আত্মবিশ্বাসী ব্যাটিং উপভোগ্য হয়ে ওঠে সকলের কাছেই।