আজকের দিনটাই। ভারতীয় সময় অনুযায়ী, আর এক দু-ঘণ্টা! হঠাৎই আকাশ ভেঙে পড়েছিল ক্রিকেট বিশ্বের। কেউই বিশ্বাস করে উঠতে পারেননি। কিছুক্ষণের জন্য সবটাই ছিল ধোঁয়াশা। খবরটা সত্যিই তো! ভুয়ো খবর সামনে আসছে না তো! হতেও পারে ভুয়ো খবর। বিশ্বাস না করার জন্য অনেকে এটাই বিশ্বাস করতে চাইছিলেন। যদিও খবরটা ভুয়ো ছিল না। মাত্র ৫২ বছরেই প্রয়াত হন কিংবদন্তি শেন ওয়ার্ন। যে কথাটা বারবার বলা হয়, কিংবদন্তিদের সত্যিই কি মৃত্যু হয়? বাকিদের জন্য এমন হলেও পরিবারের জন্য় বিষয়টা হয়তো অন্য। দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে শেন ওয়ার্ন কন্যার পোস্ট যেন সেই কথাই বলছে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সালটা ২০২২। মোহালিতে বিরাট কোহলির শততম টেস্ট নিয়ে মাতামাতি। হঠাৎই আজকের দিনে বিশ্ব ক্রিকেটকে চরম আঘাত করেছিল শেন ওয়ার্নের মৃত্যুর খবর। থাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন ওয়ার্ন। জীবনটাকে বাঁচতে জানতেন নিজের মতো। হার্ট অ্যাটাকে সব এলেমেলো হয়ে যায়। বাবার মৃত্যু বার্ষিকীতে ভেঙে পড়েছেন ব্রুক ওয়ার্ন। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, জীবনের কোনও অর্থই খুঁজে পাচ্ছেন না।
বাবার সঙ্গে বেশ কিছু ছবি সহ ব্রুক ইন্সটাগ্রামে পোস্ট করেছেন, ‘২ বছর হয়ে গেল বাবা, তোমাকে ছাড়া সবচেয়ে মন্থর এনং দ্রুততম দু-বছর। কত কথা হত তোমার সঙ্গে। তোমাকে ছাড়া জীবনের কোনও অর্থই খুঁজে পাচ্ছি না। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি, তোমাকে গর্বিত করার। তোমাকে খুব মিস করি। ভালোবাসি তোমাকে।’