Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunil Narine-Digvesh Rathi: অবশেষে আদর্শ সুনীল নারিনের সঙ্গে দেখা, দিগ্বেশের জবাবে বিরাট!

IPL 2025, KKR vs LSG: দিগ্বেশ রাঠি সাক্ষাৎকারে জানিয়েছেন, বোলিংয়ে তাঁর আদর্শ কেকেআরের মিস্ট্রি স্পিনার সুনীল নারিন। নাইট রাইডার্সের অলরাউন্ডার যেমন গ্রিপ লুকিয়ে বোলিং করেন, দিগ্বেশও তাই। বোলিংয়ে সুনীল নারিনকেই আদর্শ মানেন। অবশেষে সুনীল নারিনের সঙ্গে দেখাও হল দিগ্বেশের।

Sunil Narine-Digvesh Rathi: অবশেষে আদর্শ সুনীল নারিনের সঙ্গে দেখা, দিগ্বেশের জবাবে বিরাট!
Image Credit source: ScreenGrab
Follow Us:
| Updated on: Apr 06, 2025 | 10:48 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরসুমে অনেক নতুন প্লেয়ারই নজর কাড়ছেন। এর মধ্যে অন্যতম লখনউ সুপার জায়ান্টস স্পিনার দিগ্বেশ রাঠি। বোলিং পারফরম্যান্সের পাশাপাশি তাঁর নোটবুক সেলিব্রেশনও আলোচনায়। জরিমানার মুখেও পড়তে হয়েছে। তাতে অবশ্য সেলিব্রেশন বন্ধ হয়নি। এ মরসুমেই আইপিএল অভিষেক। চার ম্যাচে নিয়েছেন আধডজন উইকেট। সেই দিগ্বেশ রাঠি সাক্ষাৎকারে জানিয়েছেন, বোলিংয়ে তাঁর আদর্শ কেকেআরের মিস্ট্রি স্পিনার সুনীল নারিন। নাইট রাইডার্সের অলরাউন্ডার যেমন গ্রিপ লুকিয়ে বোলিং করেন, দিগ্বেশও তাই। বোলিংয়ে সুনীল নারিনকেই আদর্শ মানেন। অবশেষে সুনীল নারিনের সঙ্গে দেখাও হল দিগ্বেশের।

মঙ্গলবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। দু-দলই আত্মবিশ্বাসে ফুটছে। নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে দুরমুশ করেছে কেকেআর। অন্য দিকে, স্নায়ুর চাপ সামলে কঠিন ম্যাচ জিতেছে লখনউ। কলকাতায় পৌঁছে প্র্যাক্টিস শুরু করে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। প্র্যাক্টিসের মাঝেই সেই মুহূর্ত। নিজের আদর্শকে কাছে পেলেন দিগ্বেশ।

কলকাতা নাইট রাইডার্সের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। দিগ্বেশের সঙ্গে ছিলেন লখনউ সুপার জায়ান্টস ক্যাপ্টেন ঋষভ পন্থ ও ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরানও। উইকেট নিয়েও নির্লিপ্ত থাকেন সুনীল নারিন। তাঁকে আদর্শ করা দিগ্বেশ তা হলে নোটবুক সেলিব্রেশন কেন করেন? ঠিক এমনই প্রশ্নই তাঁকে করেন পুরান। দিগ্বেশের সরল জবাব, ‘আমি দিল্লির ছেলে’। ইঙ্গিত যে বিরাট কোহলির সেলিব্রেশন নিয়েই, বলার অপেক্ষা রাখে না।

সুনীল নারিনের জন্যই যে বোলিংটাকে ভালোবেসেছেন, তা আবারও স্বীকার করে নিলেন। দিগ্বেশ বলেন, ‘সুনীল নারিনকে দেখেই বোলিং উপভোগ করতে শিখেছি। ওর মতোই আরও আক্রমণাত্মক বোলিং করতে চাই। কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে পারফর্ম করেন। আমিও তেমনই করে যেতে চাই।’