Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই ভারতের আম্পায়ার-রেফারি! কারা রয়েছেন?
ICC Men’s Champions Trophy 2025: আইসিসির সঙ্গে দীর্ঘ আলোচনার পর হাইব্রিড মডেলে রাজি হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ দিন আইসিসির তরফে টুর্নামেন্টের ম্যাচ অফিসিয়ালের তালিকা ঘোষণা করা হল। কিন্তু আম্পায়ার কিংবা ম্যাচ রেফারির তালিকায় নেই ভারতের কেউ।

চ্যাম্পিয়ন্স ট্রফির অপেক্ষা শুরু। ১৯ ফেব্রুয়ারি শুরু হবে ক্রিকেটের মিনি বিশ্বকাপ। আট দলের টুর্নামেন্ট। ফরম্যাট খুবই কঠিন। কার্যত নকআউট টুর্নামেন্ট বলা যায়। একটা ম্যাচ হার মানেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। যদিও টুর্নামেন্ট হবে হাইব্রিড মডেলে। পাকিস্তানের তিনটি ভেনুর পাশাপাশি ম্যাচ হবে দুবাইতে। ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক আগেই জানিয়ে দিয়েছিল পাকিস্তানে খেলতে যাবে না টিম ইন্ডিয়া। আইসিসির সঙ্গে দীর্ঘ আলোচনার পর হাইব্রিড মডেলে রাজি হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ দিন আইসিসির তরফে টুর্নামেন্টের ম্যাচ অফিসিয়ালের তালিকা ঘোষণা করা হল। কিন্তু আম্পায়ার কিংবা ম্যাচ রেফারির তালিকায় নেই ভারতের কেউ।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মোট ১২ জন অফিসিয়ালের তালিকা প্রকাশ করা হয়েছে। রয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরফদউল্লা। যিনি বর্ডার-গাভাসকর ট্রফিতে ছিলেন। মিনি বিশ্বকাপের যে তালিকা প্রকাশ হয়েছে, এর মধ্যে ভারতের নীতীন মেননের জায়গা হয়নি। তেমনই ম্যাচ রেফারির তালিকায় নেই জাভাগল শ্রীনাথের নামও। মনে করা হচ্ছে, পাকিস্তানেই যেহেতু টুর্নামেন্টের বেশির ভাগ ম্যাচ হবে, সে কারণেই ভারতের দু-জনকে রাখা হয়নি। আর দুবাইতে ভারতের ম্যাচে নিরপেক্ষ আম্পায়ার এবং রেফারি রাখার ভাবনা থেকেই এই দু-জন নেই।
আম্পায়ারদের তালিকা-কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটলবোরো, এহসান রাজা, পল রাইফেল, শরফদউল্লা, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন।
এই খবরটিও পড়ুন




ম্যাচ রেফারি-ডেভিড বুন, রঞ্জন মদুগলে, অ্যান্ড্রু পাইক্রফ্ট





