Mayank Yadav, IPL 2024: সংগ্রামের দিনগুলো ভোলেনি মায়াঙ্ক, রাজধানী এক্সপ্রেসকে নিয়ে কেন বললেন মা?

অভিষেক সেনগুপ্ত | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 04, 2024 | 1:17 PM

আরসিবির বিরুদ্ধে চিন্নাস্বামীতে আগুন ঝরিয়ে দিয়েছেন মায়াঙ্ক। লখনউকে এনে দিয়েছেন জয়। ১৫৬.৭ কিমি বল করতে দেখা গিয়েছে তাঁকে। রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিনের উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। পর পর দুটো ম্যাচে আইপিএলে কোনও তরুণ বোলার ৩টে করে উইকেট নিচ্ছেন, এমনটা চট করে দেখা যায়নি।

Mayank Yadav, IPL 2024: সংগ্রামের দিনগুলো ভোলেনি মায়াঙ্ক, রাজধানী এক্সপ্রেসকে নিয়ে কেন বললেন মা?
Mayank Yadav, IPL 2024: সংগ্রামের দিনগুলো ভোলেনি মায়াঙ্ক, রাজধানী এক্সপ্রেসকে নিয়ে কেন বললেন মা?
Image Credit source: X

Follow Us

কলকাতা: সবে অভিষেক হয়েছে তাঁর। তারই মধ্যে হইচই ফেলে দিয়েছেন দিল্লির ছেলে। গতির ঝড়ে রোমাঞ্চ তৈরি করেছেন বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে। এতটাই মুগ্ধ ২১ বছরের ছেলের পারফরম্যান্সে যে, বিশেষজ্ঞমহল এখনই বলতে শুরু করেছে, এই ছেলেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলানো উচিত। আইপিএলে ইতিহাসে সবচেয়ে গতির বল বেরিয়েছে তাঁর হাত থেকে। তারপর থেকে যেন একে একে বিভ্রান্তই করে চলেছেন। সেই তালিকায় কে নেই! বিরাট কোহলির মতো তারকাও রয়েছেন। মায়াঙ্ক যাদব এখন ভারতীয় ক্রিকেটের নয়া সেনসেশন। আইপিএল থেকেই উঠে এসেছেন জসপ্রীত বুমরার মতো বোলার। মহম্মদ সামিরা নিজেকে শানিয়েছেন এই টুর্নামেন্টেই। মায়াঙ্কও নিজেকে ঘষে মেজে নেওয়া শুরু করে দিয়েছেন। ছেলে যেমন দেখছেন, তেমনই ভারতীয় টিমের জার্সিতে মায়াঙ্ককে দেখতে চাইছেন তাঁর মাও।

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মমতা যাদব বলেছেন, ‘মায়াঙ্ককে আইপিএলে খেলতে দেখে ভালো লাগছে। আরও ভালো লাগছে, ও পারফর্মও করছে। এই দিনটা দেখার জন্য আমরা অনেক সংগ্রাম করেছি। মায়াঙ্কও সেটা মাথায় রেখে প্রচুর পরিশ্রম করেছে। অনেক প্রাক্তন ক্রিকেটার ওর প্রতিভা নিয়ে কথা বলছেন। আশা করি ও দ্রুত ভারতীয় টিমের হয়ে খেলবে।’

আরসিবির বিরুদ্ধে চিন্নাস্বামীতে আগুন ঝরিয়ে দিয়েছেন মায়াঙ্ক। লখনউকে এনে দিয়েছেন জয়। ১৫৬.৭ কিমি বল করতে দেখা গিয়েছে তাঁকে। রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিনের উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। পর পর দুটো ম্যাচে আইপিএলে কোনও তরুণ বোলার ৩টে করে উইকেট নিচ্ছেন, এমনটা চট করে দেখা যায়নি। পঞ্জাবের বিরুদ্ধে এ বারের আইপিএলে অভিষেক হয়েছে তাঁর। গত বছরই হতে পারত কেকেআর ম্যাচে। কিন্তু ধৈর্য হারাননি। বরং নিজেকে তৈরি করেছেন মায়াঙ্ক, যকনই সুযোগ পাবেন, টিম থেকে যাতে আর কেউ বাদ দিতে না পারে। সেরাটা উজাড় করে দিচ্ছেন সেই মতো। এই ছেলে যে অনেক দূর যাবে, তা এখনই বলে দিচ্ছেন অনেকে।

Next Article