কলকাতা: অ্যাকাউন্টে টাকার পরিমাণ একই, কিন্তু তারকার ছড়াছড়ি। ৫ বার আইপিএল জয়ী মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) কী ছক সামনে রাখে, ক্রিকেট দুনিয়া দেখার অপেক্ষায় ছিল। সবচেয়ে বড় কথা হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের মতো দুই ক্রিকেটারের সঙ্গে কী ভাবে রোহিত শর্মাকে ফিট করানো হয়, তা নিয়েই ছিল চর্চা। বলা হচ্ছিল, রোহিতকে রিটেন করা নাও হতে পারে। এতেই শেষ নয়, জল্পনার মগডালে উঠেছিল আরও দুটো বিষয়। এক, হার্দিক পান্ডিয়া মুম্বই ছাড়তে পারেন। দুই, সূর্যকুমার যাদব হতে পারেন টিমের নতুন ক্যাপ্টেন। সে প্রশ্নের উত্তর যেমন মিলল, তেমনই রোহিতের উপরে যে ভরসা অটুট রাখছে মুম্বই, তাও প্রমাণ হয়ে গেল।
এক ঝলকে দেখে নিন কে কত টাকা পেল মুম্বই ইন্ডিয়ান্সের রিটেন লিস্টে —
রিটেন লিস্ট থেকেই পরিষ্কার মুম্বই সমবন্টনের রাস্তায় হেঁটেছে। টি-২০ বিশ্বকাপজয়ী এবং মুম্বইকে ৫ বার ট্রফি দেওয়া রোহিত শর্মাকে ফ্র্যাঞ্চাইজি কর্তারা সম্মান জানাতে চেয়েছেন। যতই হার্দিক-সূর্যরা ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হোন না কেন, রোহিতের অবদান অস্বীকার করা যাবে না। নেতা হিসেবে তো বটেই, পরবর্তী প্রজন্মকে তুলে আনার ক্ষেত্রেও রোহিত বরাবর অগ্রণী ভূমিকা নিয়েছেন। সূর্যই হোক বা হার্দিক-বুমরা, দাদার মতো আগলেছেন রোহিত। যে কারণে হার্দিককে ক্যাপ্টেন্সি ছাড়তে দ্বিধা করেননি হিটম্যান। আর তাই রোহিত শর্মাকে টিমে তাঁর জায়গাতেই রেখে দিল মুম্বই। অর্থাৎ থিঙ্কট্যাঙ্কের গুরুত্বপূর্ণ সদস্যই থাকবেন রোহিত। দল পরিচালন সমিতির চাবিকাঠি যতই হার্দিক কোমরে গুঁজুন, তাঁর বিকল্প মুম্বই খুঁজতে রাজি নয়।
বুমরা-হার্দিক-সূর্যদের মতো পরবর্তী নায়করা যেমন থাকলেন টিমে, তেমনই তিলক ভার্মার প্রতিও আস্থা রাখা হল। তিলক গত ২ মরসুম চমৎকার পারফর্ম করেছেন। শুধু তাই নয়, বেশ কিছু ম্যাচ একার হাতে জিতিয়েওছেন টিমকে। এই মুুম্বই আগামী মরসুম তো বটেই, পরবর্তী সময়েও একই ভাবে নিজেদের পতাকা তুলে রাখতে চায়। আর তাই তিলক ভার্মার মতো তরুণকে রিটেন করা হল।
অঙ্ক অবশ্য এতেই শেষ হবে না। গত কয়েক বছর ধরে মুম্বই যে ভারসাম্য তৈরি করেছে, তা নিলামে কী ভাবে খাড়া করে, তা দেখার অপেক্ষায় রয়েছে আইপিএল দুনিয়া। ঈশান কিষাণের মতো ক্রিকেটারকে টিম কী ভাবে ফেরাচ্ছে, তা দেখতে হবে। ঝাড়খণ্ডের কিপার-ব্যাটারের জন্য কি আরটিএম ব্যবহার করা হবে? রিটেন লিস্ট প্রকাশ করার দিন কিন্তু মুম্বইকে নিয়ে রয়ে গেল একাধিক প্রশ্ন।