MI vs CSK, IPL 2022, Match Result : শেষ ওভারে ধোনি ধামাকা, ম্যাচ জিতল চেন্নাই
Mumbai Indians vs Chennai Super Kings Live Score in Bangla: দেখুন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট
নভি মুম্বই: আইপিএল (IPL 2022) ইতিহাসের দুই সেরা দলের লড়াই। এ বার ফর্মের বিচারে যতই খারাপ অবস্থায় থাকুক না কেন, মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) লড়াই মানেই অন্য মাত্রা। আজকের ম্যাচটাও তারই প্রমাণ। ১৫৫ বর্তমান সময়ে টি-২০ ক্রিকেটে খুব বড় স্কোর নয়। কিন্তু লড়াইটা যখন মুম্বই ও চেন্নাইয়ের, তখন এই রানের ম্যাচটাও শেষ বল পর্যন্ত যাবে সেটাই তো স্বাভাবিক। আর শেষ বল পর্যন্ত ম্যাচ গেলে একটাই নাম গ্যালারিতে ঝড় তোলে। মহেন্দ্র সিং ধোনি। শেষ ওভারে ১৭ রান বাকি ছিল। প্রিটোরিয়াস আউট। ব্রাভো একটা রান নিয়ে বাকিটা ছাড়লেন মাহির ঘাড়ে। ৪ বলে ১৬ রান তুলে দলকে দ্বিতীয় জয় এনে দিলেন মাহি। শেষ বয়সে এসেও শেষ বলে ম্যাচ জেতাচ্ছেন এমএসডি।
Key Events
তিলক বর্মা – ৫১*
সূর্যকুমার -৩২
আম্বাতি রায়াডু – ৪০
ধোনি – ২৮*
LIVE Cricket Score & Updates
-
চেন্নাই সুপার কিংস – ১৫৬/৭ (২০)
ধোনি ম্যাজিকে শেষ ওভারে ম্যাচ জয় চেন্নাই সুপার কিংসের
-
চেন্নাই সুপার কিংস – ১০৩/৫ (১৫)
ম্যাচ জিততে ৩০ বলে সুপার কিংসের চাই ৫৩ রান, ক্রিজে ধোনি।
-
-
চেন্নাই সুপার কিংস – ৭৭/৩ (১১)
ম্যাচ জিততে জাদেজার দলের চাই ৭৯ রান। বাকি ৫৪ বলের লড়াই।
-
চেন্নাই সুপার কিংস – ৪৬/২ (৬)
পাওয়ার প্লে শেষ চেন্নাই ইনিংসের। ম্যাচ জিততে এখনও চাই ১১০। ক্রিজে রবিন ও আম্বাতি।
-
চেন্নাই সুপার কিংস – ৯/১ (১)
মুম্বই ইন্ডিয়ান্সের মত চেন্নাই সুপার কিংসও প্রথম ওভারেই হারাল উইকেট। ড্যানিয়েল স্যামসের প্রথম বলেই আউট ঋতুরাজ।
-
-
মুম্বই ইন্ডিয়ান্স – ১৫৫/৭ (২০)
তিলক বর্মার ব্যাটে ভর করে লড়াই মুম্বই ইন্ডিয়ান্সের। ২০ ওভারে স্কোর বোর্ডে ১৫৫ রান রোহিতের দলের। ৫১ রানে অপরাজিত তিলক বর্মা।
-
মুম্বই ইন্ডিয়ান্স – ১০০/৫ (১৫)
পরপর উইকেট হারিয়ে চাপে মুম্বই ইন্ডিয়ান্স। অর্ধেক দল ফেরত প্যাভেলিয়ানে। ১০০ রান বোর্ডে।
-
মুম্বই ইন্ডিয়ান্স – ৫৬/৪ (১০)
১০ ওভার শেষ মুম্বই ইনিংসের। ম্যাচে ফেরার লড়াই চালাচ্ছে রোহিতের দল।
-
মুম্বই ইন্ডিয়ান্স – ৪২/৩ (৬)
পাওয়ার প্লে শেষ মুম্বই ইন্ডিয়ান্স ইনিংসে। রোহিত-ঈশানের পর ব্রেভিসও আউট। ৩টি উইকেটই নিলেন মুকেশ চৌধুরি।
-
মুম্বই ইন্ডিয়ান্স – ৬/২ (১)
প্রথম ওভারের জোড়া উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা ও ঈশান কিষান খাতা খোলার আগেই প্যাভেলিয়ানে। নায়ক চেন্নাইয়ের তরুণ বোলার মুকেশ চৌধুরি।
-
টস জিত চেন্নাই সুপার কিংস
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত সিএসকে অধিনায়ক জাদেজার।
A look at the Playing XI for #MIvCSK
Live – https://t.co/d7i5zY6cO2 #MIvCSK #TATAIPL https://t.co/4we4V7AZj1
— IndianPremierLeague (@IPL) April 21, 2022
-
মেগা ডুয়েলের জন্য তৈরি ভারতীয় ক্রিকেট
Hello and welcome from the DY Patil Stadium ?
A cracking game coming up as @mipaltan face @ChennaiIPL in Match 3️⃣3️⃣ of the #TATAIPL ?#MIvCSK pic.twitter.com/EiK3SlniBg
— IndianPremierLeague (@IPL) April 21, 2022
Published On - Apr 21,2022 6:30 PM