ICC Women World Cup 2022: সচিনের বিশ্বকাপ রেকর্ড ছুয়ে ফেললেন মিতালি

Mithali Raj: আজ মেয়েদের বিশ্বকাপে (ICC Women World Cup 2022) ভারতের প্রথম ম্যাচে নেমেই রেকর্ড গড়ে ফেললেন ভারত অধিনায়ক মিতালি রাজ।

ICC Women World Cup 2022: সচিনের বিশ্বকাপ রেকর্ড ছুয়ে ফেললেন মিতালি
ICC Women World Cup 2022: সচিনের বিশ্বকাপ রেকর্ড ছুয়ে ফেললেন মিতালি
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2022 | 11:12 AM

মাউন্ট মাউঙ্গানুই: নিউজিল্যান্ডের (New Zealand) মাটিতে রবিবারের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan)। আজ মেয়েদের বিশ্বকাপে (ICC Women World Cup 2022) ভারতের প্রথম ম্যাচে নেমেই রেকর্ড গড়ে ফেললেন ভারত অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj)। মাউন্ট মাউঙ্গানুইতে টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন মিতালি। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৪ রান তুলেছে উইমেন ইন ব্লু। ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেমেছে পাকিস্তানও। রবিবাসরীয় ম্যাচে ভারতকে হারাতে বিসমা মারুফদের প্রয়োজন ২৪৫ রান।

বিশ্বের একমাত্র মহিলা ক্রিকেটার হিসেবে ৬টি ওয়ান ডে বিশ্বকাপে খেলার নজির গড়ে ফেললেন ভারত অধিনায়ক মিতালি। ২০০০ সালে প্রথম বার বিশ্বকাপ খেলতে নেমেছিলেন মিতালি। এর পর তিনি ২০০৫, ২০০৯, ২০১৩ ও ২০১৭ সালেও ভারতের হয়ে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে নেমেছিলেন। যার মধ্যে ২০১৭ সালে তাঁর নেতৃত্বেই টিম ইন্ডিয়া টুর্নামেন্টের ফাইনালেও উঠেছিল। যদিও সেই ম্যাচে ৯ রানে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল মিতালিদের। সতেরোতে কাপ হারার যন্ত্রনা বাইশে মেটাতে চান মিতালিরা।

তবে ভারত অধিনায়ক মিতালি আজ ছুয়ে ফেললেন ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদকে। পুরুষ মহিলাদের ক্রিকেট মিলিয়ে মিতালি তৃতীয় ক্রিকেটার যিনি সব থেকে বেশি ওয়ান ডে বিশ্বকাপে খেলার রেকর্ড গড়লেন। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যাট হাতে ছাপ রাখতে পারলেন না মিতালি। মাত্র ৯ রান করে নাশরা সান্ধুর শিকার হন তিনি।

মিতালি ছাপিয়ে গেলেন নিউজিল্যান্ডের ডেবি হকলি ও ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডসের ৫টি করে বিশ্বকাপে মাঠে নামার রেকর্ড। হকলি-এডওয়ার্ডসের সঙ্গে এ বার এই তালিকায় যোগ দিয়েছেন ভারতের সিনিয়র বোলার ঝুলন গোস্বামী ও ইংল্যান্ডের ক্যাথেরিন ব্রান্ট। বাংলার মেয়ে ঝুলন ভারতের হয়ে ২০০৫, ২০০৯, ২০১৩ ও ২০১৭ সালের পর চলতি বছরে আবার বিশ্বকাপে নামলেন। এটি ঝুলনের পঞ্চম ওয়ান ডে বিশ্বকাপ।

আরও পড়ুন: IND vs SL 1st Test Day 3 Live: এম্বুলডেনিয়াকে ফেরালেন সামি, আট নম্বর উইকেট হারাল শ্রীলঙ্কা

আরও পড়ুন: ওয়ার্নের হাত ধরেই জন্ম ফিনিশার জাডেজার