ওয়ার্নের হাত ধরেই জন্ম ফিনিশার জাডেজার
Ravindra Jadeja on Shane Warne: অন্যদের মতো জাডেজার ছেলেবেলার হিরো ছিলেন ওয়ার্ন। অজি কিংবদন্তির সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনটা আজও ভোলেননি তিনি।
মোহালি: ক্রিকেট (Cricket) দুনিয়া তাঁকে ‘রকস্টার’ নামে চেনে। এই নাম কে দিয়েছিলেন তাঁকে? শেন ওয়ার্ন (Shane Warne)। এই ‘তিনি’ আর কেউ নন, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের সর্বোচ্চ ১৭৫ নট আউট করেছেন। অলরাউন্ডার হিসেবে সাত নম্বরে নেমে ৩৫ বছর আগে কপিল দেবের করা ১৬৩ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন। এই জাডেজার উত্থান হয়েছিল রাজস্থান রয়্যালস থেকে। যে টিমের মেন্টর ও ক্রিকেটার ছিলেন ওয়ার্ন। সদ্য যুব বিশ্বকাপ জিতে যোগ দিয়েছিলেন প্রথম আইপিএলে। সদ্য প্রয়াত অস্ট্রেলিয়া লেগস্পিনারের হাতে পড়ে ক্রিকেট কেরিয়ারটাই বদলে গিয়েছিল জাডেজার। ২০০৮ সাল থেকেই ফিনিশার হিসেবে উঠে এসেছিলেন। বোলার হিসেবে হয়েছিলেন আরও ধারালো। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওয়ার্ন। জিনিয়াস বোলারের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া। ওয়ার্নকে আরও বেশি করে মনে পড়ছে জাডেজার। তাঁর ১৭৫ রানের ইনিংসটা যেন ‘গুরুদক্ষিণা’ ওয়ার্নকে।
ম্যাচের পর জাডেজা বলেছেন, ‘অত্যন্ত খারাপ খবর ছিল ওটা। ভীষণ চমকে গিয়েছিলাম আমি। ওই খবরটা শোনার পর থেকেই একরাশ কষ্ট ঘিরে ধরেছিল আমাকে। বিশ্বাসই করতে পারছিলাম না যে, এমন কিছু ঘটেছে।’
অন্যদের মতো জাডেজার ছেলেবেলার হিরো ছিলেন ওয়ার্ন। অজি কিংবদন্তির সঙ্গে প্রথম দেখা হওয়ার দিনটা আজও ভোলেননি তিনি। জাডেজার কথায়, ‘ওর সঙ্গে ২০০৮ সালে যখন প্রথম দেখা হয়, তখনই ও কিংবদন্তি। শেন ওয়ার্নের মতো কারওর সঙ্গে আমি খেলব, বিশ্বাসই হচ্ছিল না। তখন সদ্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে আইপিএল টিমে যোগ দিয়েছি। যে কোনও ক্রিকেটারের কাছে ওয়ার্নের মতো ক্রিকেটারের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করা বিরাট ব্যাপার ছিল। যুব বিশ্বকাপের পর ও দারুণ সাহায্য করেছিল। একটা আলাদা জায়গা দিয়েছিল। ওর হাত ধরেই সরাসরি আইপিএল খেলার সুযোগ এসে গিয়েছিল।’
ওয়ার্নের মৃত্যু প্রমাণ করে দিল জীবন কতটা অনিশ্চয়তার। জাডেজা বলেছেন, ‘ওয়ার্নের মৃত্যু যেন আর একবার বার্তা দিয়ে গেল, জীবন আসলে অনিশ্চয়তায় ভরা। যে কোনও সময় যা কিছু ঘটতে পারে। এই ধরনের খবর যে কাউকে চমকে দিতে পারে। মনে হতে বাধ্য, এটা কী করে সম্ভব? ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওর আত্মা যেন শান্তি পায়।’
আরও পড়ুন: Shane Warne: দেশের খেলা দেখতে দেখতেই মৃত্যু ওয়ার্নের