Adam Zampa Jersey: জাম্পা ৪২০! নাইট লেগ স্পিনারের এই জার্সি নম্বরের কারণ কী?
Major League Cricket: জাম্পার এই নম্বরের কারণ হাতরে বেড়াচ্ছেন অনেকেই। একটা অনুমানও চলছে। মনে করা হচ্ছে, মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতেই এমন নম্বর কীনা!
ক্রীড়াবিদদের জার্সি নম্বরের নেপথ্যে কোনও কোনও কারণ থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই কোনও স্মরণীয় বিষয় থাকে জার্সি নম্বরে। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির যেমন জার্সি নম্বর সাত। তাঁর জন্ম তারিখ। মাসও সাত। তেমনই ক্রিস গেইলের জার্সিও স্মরণীয়। কেরিয়ারে পরের দিকে ৩৩৩ নম্বর লেখা জার্সিতে খেলতেন ক্রিস গেইল। টেস্ট ক্রিকেটে এটি তাঁর সর্বাধিক স্কোর। শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলিধরনকেও দেখা গিয়েছে ৮০০ নম্বরের জার্সিতে। এর কারও, টেস্ট ক্রিকেটে তাঁর উইকেট সংখ্যা। টেস্টে উইকেট শিকারিদের তালিকায় সকলের শীর্ষে মুরলিই। কিন্তু ৪২০ নম্বর জার্সি কেন! মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের অজি লেগ স্পিনার এই নম্বর পরেই খেলছেন। সোশ্যাল মিডিয়ায় সেনসেশনও তৈরি করেছে এই জার্সি নম্বর। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এ বারই প্রথম হচ্ছে মেজর লিগ ক্রিকেট। আমেরিকায় প্রথম বার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। ছ-দলের টুর্নামেন্ট শুরু হয়েছে গত সপ্তাহে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তিনটি ফ্র্যাঞ্চাইজি আমেরিকার এই লিগে দল কিনেছে। চেন্নাই ফ্র্যাঞ্চাইজি কিনেছে টেক্সাস সুপার কিংস, মুম্বই ফ্র্যাঞ্চাইজির এমআই নিউইয়র্ক এবং কলকাতা ফ্র্যাঞ্চাইজির লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। কলকাতা ফ্র্যাঞ্চাইজি দলেই খেলছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।
অ্যাডাম জাম্পা প্রথম বার এই নম্বর ব্যবহার করছেন তা নয়। এ বছরের শুরুতে নতুন দুটি লিগ শুরু হয়েছিল। দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ এবং আরব আমির শাহিতে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে (ILT20)। উদ্বোধনী মরসুমে ILT20-লিগে দুবাই ক্যাপিটাল ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন জাম্পা। সেখানেও তিনি ৪২০ নম্বর জার্সি পরেছিলেন।
জাম্পার এই নম্বরের কারণ হাতরে বেড়াচ্ছেন অনেকেই। একটা অনুমানও চলছে। মনে করা হচ্ছে, মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতেই এমন নম্বর কীনা! আসলে, এপ্রিলের ২০ তারিখ বা ৪/২০ তারিখ (আমেরিকায় যে ভাবে লেখা হয়), মাদক সেবনকারীরা এই দিনটিতে মাদক নেন না! আমেরিকা এবং বিশ্বের অন্য অনেক দেশেই এই দিনটা ছুটি হিসেবেই পালন করে তারা। হতে পারে, এই দিনটি মনে করিয়ে দিতে এবং মাদক নেওয়া যে ক্ষতিকর তেমন কোনও বার্তা দিতেই ৪২০ নম্বর বেছে নিয়েছেন জাম্পা!