Mohammed Shami, IPL 2022 Auction: মহম্মদ সামিকে নিল গুজরাত টাইটান্স
Mohammed Shami Auction Price : আইপিএল ২০২২ নিলামে (IPL 2022 Auction) মহম্মদ সামিকে ( Mohammed Shami) ৬ কোটি ২৫ লক্ষ টাকায় কিনল গুজরাত টাইটান্স । ভারতীয় পেসার মহম্মদ সামি যে কোনও সময়ে ফ্যাক্টর।
বেঙ্গালুরু: আইপিএল ২০২২ নিলামে (IPL 2022 Auction) মহম্মদ সামিকে ( Mohammed Shami) ৬ কোটি ২৫ লক্ষ টাকায় কিনল গুজরাত টাইটান্স। সামিকে দলে নিতে মূলত লড়াই চলে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) সঙ্গে লখনউ সুপারজায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের। তবে শেষে বাজিমাত গুজরাত টাইটান্সের। এ বারই আইপিএলে প্রথম বার খেলতে দেখা যাবে এই ফ্র্যাঞ্চাইজিকে। দলে হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার রয়েছেন। এছাড়া রাশিদ খান আর শুভমন গিলকে আগেই ড্রাফটিংয়ের মাধ্যমে নেয় আমেদাবাদের এই ফ্র্যাঞ্চাইজি দল। মহম্মদ সামিকে নেওয়ায় নিঃসন্দেহে গুজরাতের বোলিং গভীরতা অনেকটা বেড়ে গেল। প্রথম বার আইপিএল খেলায় ভালো দল গড়াই চ্যালেঞ্জ গুজরাত টাইটান্সের কাছে। শুরুতে ফ্র্যাঞ্চাইজি সমস্যা দেখা দিলেও পরবর্তীতে সেই সমস্যা মিটে যায়।
ভারতীয় পেসার মহম্মদ সামি যে কোনও সময়ে ফ্যাক্টর। আইপিএলের দুনিয়ায় বেশ ভালো সাফল্যও রয়েছে তাঁর। সামির পেস আর সুইংও ফ্যাক্টর। গত আইপিএলে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় ৫ নম্বরে শেষ করেছিলেন সামি। ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সে প্রথম বার যোগ দিয়েছিলেন। ২ বছর কেকেআরে খেলার পর ২০১৪ সালে দিল্লি ডেয়ারডেভিলসে যোগ দেন সামি। ২০১৪ থেকে ২০১৮- চার বছর দিল্লিতে খেলেন তিনি।
Congratulations to Shami on joining the Gujarat Titans#TATAIPLAuction @TataCompanies pic.twitter.com/5q13EjwPtb
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
২০১৯ সালে সামিকে দলে নেয় পঞ্জাব কিংস। আইপিএলে এখনও পর্যন্ত ৭৯ ম্যাচ খেলেন সামি। ২০১৯ আর ২০২১ আইপিএলে ১৯ উইকেট নেন। ২০২০ আইপিএলে তাঁর ঝুলিতে আসে ২০ উইকেট। তার আগে অবশ্য সামির রেকর্ড সে ভাবে ভালো ছিল না। নিয়মিত ম্যাচও খেলতেন না। তার আগে ৫ বছরে ৩৫ ম্যাচে ২১ উইকেট নেন সামি। তবে শেষ তিনটে বছর ভারতীয় পেসারের পারফরম্যান্স নিঃসন্দেহে তারিফযোগ্য।
আইপিএল নিলামের লাইভ (IPL AUCTION LIVE) আপডেট দেখতে নজর রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে।
আরও পড়ুন: Shreyas Iyer, IPL 2022 Auction: শ্রেয়স আইয়ারকে ১২.২৫ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স