Shreyas Iyer, IPL 2022 Auction: শ্রেয়স আইয়ারকে নিল কলকাতা নাইট রাইডার্স
Shreyas Iyer, Auction Price : আইপিএল ২০২২ নিলামে (IPL 2022 Auction) শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ১২.২৫ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স। নিলামে শ্রেয়সকে পাওয়াটা মোটেও সহজ ছিল না। দিল্লি তাঁকে ফেরাতে যেমন মরিয়া ছিল। সেই সঙ্গে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সও চেয়েছিল তাঁকে টিমে নিতে।
বেঙ্গালুরু: নেতার খোঁজে নেমে সফল কেকেআর (Kolkata Knight Riders)। এ বারের আইপিএলে নিলামে (IPL 2022 Auction) সব টিমের টার্গেট ছিলেন যিনি, সেই শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) তুলে নিল কেকেআর। ১২.২৫ কোটি টাকায়। নিমালের প্রথমার্ধে মুম্বইয়ের ছেলের দরই সবচেয়ে বেশি। গত কয়েক মরসুম ধরেই আইপিএলে দারুণ সফল তিনি। নেতা হিসেবেও দিল্লি ক্যাপিটালসকে সাফল্য দিয়েছিলেন। কিন্তু গত বার চোটের কারণে দিল্লি তাঁকে নেতার ভূমিকা থেকে সরিয়ে দিয়েছিল। আরও কয়েকটা টিম যে কারণে শ্রেয়সকে নেতা হিসেবে পেতে চেয়েছিল। কিন্তু বাজিমাত করল কলকাতা। দীনেশ কার্তিক দুটো মরসুম সে ভাবে সাফল্য দিতে পারেননি। ২০২০ সালের আইপিএলে মাঝপথে কার্তিককে সরিয়েই নেতা করা হয়েছিল ইংল্যান্ডের ওয়ান ডে বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন ইওন মর্গ্যানকে। তিন টিমকে সামনে থেকে নেতৃত্ব দিলেও ব্যাটে একেবারেই ফর্মে ছিলেন না। সেই কারণেই গত আইপিএলে ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি কেকেআর। আর তাই শাহরুখ খানের টিম ম্যানেজমেন্টের লক্ষ্য ছিল, এমন কাউকে টিমে নেওয়া, যিনি ব্যাট হাতে তো বটেই নেতা হিসেবেও টিমকে মোটিভেট করতে পারবেন। বলাই বাহুল্য শ্রেয়স এই দুই ভূমিকাতেই দারুণ সফল হবেন।
নিলামে শ্রেয়সকে পাওয়াটা মোটেও সহজ ছিল না। দিল্লি তাঁকে ফেরাতে যেমন মরিয়া ছিল। সেই সঙ্গে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সও চেয়েছিল তাঁকে টিমে নিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও শুরুতে আগ্রহ দেখিয়েছিল। অবশ্য শুরুতে শ্রেয়স আইয়ারের জন্য দিল্লির সঙ্গেই লড়াই ছিল কলকাতার। দুই টিমের ফ্র্যাঞ্চাইজির দড়ি টানাটানিতে ৯.৭৫ কোটি দর উঠে গিয়েছিল তাঁর। তখন মনে হয়েছিল কলকাতাই হয়তো পেয়ে গেল তাঁকে। কিন্তু তখনই আসরে নামে গুজরাত। তুমুল লড়াইয়ের পর শেষ পর্যন্ত ১২.২৫ কোটি কলকাতারই জয় হয়।
Sample that for a bid ?? – @ShreyasIyer15 is a Knight @KKRiders #TATAIPLAuction @TataCompanies pic.twitter.com/19nIII9ihD
— IndianPremierLeague (@IPL) February 12, 2022
চোট সারিয়ে গত মরসুমে আইপিএলে ফেরার পর থেকে দারুণ ছন্দে রয়েছেন শ্রেয়স। ভারতীয় টিমেও ঢুকে পড়েছেন। টেস্টে সেঞ্চুরি করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওয়ান ডে সিরিজে ৮০ রানের ইনিংস খেলেছিলেন। তিনি ওই ইনিংস না খেললে ক্যারিবিয়ান টিমকে হয়তো হোয়াইটওয়াশ করতে পারত না রোহিত শর্মার ভারত। শ্রেয়স শুক্রবার ম্যাচের পর বলেছিলেন, ‘গত দুটো মাস আমার কাছে খুব কঠিন ছিল। করোনায় সংক্রমিত হয়েছিলাম। কিন্তু এই ইনিংসটা সব ভুলিয়ে দিল।’
তখন কি শ্রেয়স আইয়ার জানতেন, আইপিএল ১৫-র নিলামে তিনিই সবচেয়ে মূল্যবান হয়ে উঠবেন সব টিমের কাছে? কলকাতার ভক্তরা শ্রেয়সকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।
আইপিএল নিলামের লাইভ (IPL AUCTION LIVE) আপডেট দেখতে নজর রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে।
আরও পড়ুন: Quinton de Kock, IPL 2022 Auction: ডি’কককে ৬.৭৫ কোটি টাকায় কিনল লখনউ সুপারজায়ান্টস