Mohammed Shami: আইপিএলে ভালো খেললে T20 World Cupএ কেন নয়, প্রশ্ন তুলে দিলেন সামি

Jan 17, 2024 | 3:33 PM

T20 World Cup: ২০২১ সালের পর টি-টোয়েন্টি ফর্ম্যাটের জন্য সামিকে খুব একটা ভাবা হয় না। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরাই খেলেন। হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডারকে তৃতীয় সিমার হিসেবে রাখা হয়। যদিও সামি গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও টিমে ছিলেন। সেই সামিই কিন্তু অন্য কথা বলছেন। চোটের কারণে টিম থেকে দূরে রয়েছে সামি। দীর্ঘদিন দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেননি।

Mohammed Shami: আইপিএলে ভালো খেললে T20 World Cupএ কেন নয়, প্রশ্ন তুলে দিলেন সামি
আমি আইপিএলে ভালো খেললে বিশ্বকাপে নেওয়া উচিত, কেন বললেন সামি?
Image Credit source: X

Follow Us

কলকাতা: জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। তার আগে শেষ প্রস্তুতি ম্যাচ আজ, আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারতীয় টিম। বিশ্বকাপের প্রস্তুতি যদি বলতে হয়, আইপিএলই হতে চলেছে মঞ্চ। ফ্র্যাঞ্চাইজি লিগে ভালো খেলবেন যাঁরা, তাঁরাই সুযোগ পাবেন বিশ্বকাপে, এমনটা কিন্তু জোর দিয়ে বলা যাবে না। বরং, নির্বাচক কমিটি ২৫-৩০ জনের সম্ভাব্য টিম ভেবে রেখেছেন। ওই সম্ভাব্য টিমের যাঁরা ভালো পারফর্ম করবেন, তাঁরাই সুযোগ পাবেন বিশ্বকাপে। এমনটা হওয়া উচিত নয়। মনে করছেন মহম্মদ সামি (Mohammed Shami)। তাঁর স্পষ্ট যুক্তি, যে হেতু বিশ্বকাপের আগে কোনও সিরিজ নেই, সেই কারণে যাঁরা বিশ্বকাপে ভালো খেলবেন, তাঁদেরই সুযোগ পাওয়া উচিত বিশ্বকাপের টিমে।

২০২১ সালের পর টি-টোয়েন্টি ফর্ম্যাটের জন্য সামিকে খুব একটা ভাবা হয় না। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরাই খেলেন। হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডারকে তৃতীয় সিমার হিসেবে রাখা হয়। যদিও সামি গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও টিমে ছিলেন। সেই সামিই কিন্তু অন্য কথা বলছেন। চোটের কারণে টিম থেকে দূরে রয়েছে সামি। দীর্ঘদিন দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম দুটো টেস্টে টিমে নেই। পরের দিকে টিমে ফিরবেন, এমনই বলা হচ্ছে। কিন্তু সামি কি টি-টোয়েন্টি টিমে থাকবেন? পরিস্থিতি যখন এমন, তখন বাংলার পেসার কিন্তু সরাসরি অন্য কথা বলে দিচ্ছেন। তাঁর মনে হচ্ছে, যিনি ভালো খেলবেন আইপিএলে, তাঁরই বিশ্বকাপ টিমে সুযোগ পাওয়া উচিত।

সামির কথায়, ‘বিশ্বকাপের আগে এখনও অনেক সময় আছে হাতে। তার আগে আইপিএল আছে। এই আইপিএলে যে বা যারা ভালো খেলবে, তারই বিশ্বকাপ টিমে সুযোগ পাওয়া উচিত। কম্বিনেশনের ভিত্তিতে টিম তৈরি করা উচিত। সোজা কথা হল, আমি যদি আইপিএলে ভালো খেলি, তা হলে আমার বিশ্বকাপ টিমে সুযোগ পাওয়া উচিত। কে বিশ্বকাপ খেলতে চাইবে না বলুন তো?’

ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছিলেন সামি। প্রথম চারটে ম্যাচে টিমে সুযোগ পাননি। কিন্তু টিমে ফিরে অবিশ্বাস্য ছন্দে ছিলেন। ইঞ্জেকশন নিয়ে খেলেও নিয়েছিলেন ২৪টা উইকেট। সেই তাঁকে উপেক্ষা করে যে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিম বাছা যাবে না, তা ভালো করেই জানেন নির্বাচকরা।

Next Article