নয়াদিল্লি: ভারতে মেয়েদের ক্রিকেটের দুরন্ত উত্তরণে ইতিবাচক দিক দেখতে পাচ্ছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সদ্য মেয়েদের প্রিমিয়র লিগের নিলাম হয়ে গেল। সেখানে হাজির ছিলেন মহারাজও। দিল্লি ক্যাপিটালসেরও টিম রয়েছে মেয়েদের ক্রিকেট লিগে। পুরো দিল্লি ক্যাপিটালসেরই ক্রিকেট ডিরেক্টর তিনি। যে কারণে নিলামে গিয়েছিলেন টিম গোছানোর জন্য। সব দেখে শুনে সৌরভ উচ্ছ্বসিত। ২০১৯ সাল থেকে ছেলেদের ক্রিকেটকেও ছাপিয়ে গিয়েছে মেয়েদের ক্রিকেট, এমনই মতামত তাঁর। প্রিমিয়ার লিগ শুরু হওয়া, হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানার মতো তারকাদের উপস্থিতি দেশে মেয়েদের ক্রিকেটকে আরও জনপ্রিয়তা দিয়েছে। কী বলছেন সৌরভ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ধারাবাহিক ভাবে মেয়েদের টিম সাফল্য পাচ্ছে। এশিয়া কাপ জেতা, ২০২২ সালে কমনওয়েলথ গেমসে রানার্স হওয়া, বিশ্বকাপে ভালো পারফর্ম করা, স্মৃতি মান্ধানারা দেশে-বিদেশে টিমকে সাফল্য দিয়েছেন। যে কারণে পরবর্তী প্রজন্ম এগিয়ে এসেছে। নতুন নতুন তারকার উত্থান মেয়েদের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করছে। সৌরভের কথায়, ‘ছেলেদের টিম সব সময়ই ভালো পারফর্ম করে আসছে। কিন্তু ২০১৯ সাল থেকে যদি দেখি, ছেলেদের ক্রিকেটকেও ছাপিয়ে গিয়েছে মেয়েদের ক্রিকেট।’ মেয়েদের ক্রিকেটের প্রসারে এটা যে অত্যন্ত পজিটিভ দিক, সন্দেহ নেই।
স্মৃতি, হরমনপ্রীতের পাশাপাশি জেমাইমা রড্রিগস, শেফালি ভার্মারা উঠে এসেছেন। যাঁরা অভাব ঢেকে দিয়েছেন আগের প্রজন্মের। সৌরভ একই সঙ্গে রেনুকা সিংয়েরও প্রশংসা করছেন। ঝুলন গোস্বামী অবসর নেওয়ার পর রেনুকার মতোই কাউকে দরকার ছিল। সৌরভ বলছেন, ‘ঝুলন যখন অবসর নিয়েছিল, তখন আমরা ভেবেছিলাম, ওর জায়গা নেওয়ার জন্য নতুন কে উঠে আসবে। ঠিক সেই সময়ই রেনুকার উত্থান। গত তিনটে বছর ধরে রেনুকা নিজেকে তৈরি করেছে। মেয়েদের ক্রিকেটে এটাই কিন্তু সবচেয়ে পজেটিভ দিক।
উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে যে ভাবে টিম গুছিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস, তাতে খুশি ক্রিকেট ডিরেক্টর সৌরভ। অশ্বিনী কুমারীর মতো পাওয়ার হিটিং ক্রিকেটারকে নেওয়া হয়েছে। ২ কোটি খরচ করে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ডকে নেওয়া হয়েছে। দিল্লি মেয়েদের আগামী আইপিএলে খেতাব জেতার স্বপ্ন নিয়েই নামবে। সৌরভের বিশ্বাস, তাঁরা টিম ভালোই গোছাতে পেরেছেন।