MS Dhoni: ধোনির খেলা উচিত নয়, যদি… IPL-এ গোল্ডেন ডাক হতেই এ কী বললেন ভাজ্জি?
CSK, IPL 2024: ধরমশালায় প্রীতি জিন্টার পঞ্জাব কিংসের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি রান করতে পারেননি ঠিকই। কিন্তু ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন সিএসকের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। প্রথমে ২৬ বলে জাডেজা করেন ৪৩ রান। এরপর ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কারও পান জাডেজা।
কলকাতা: আট থেকে আশি শুধু নয় ১০৩ বছরের সিএসকের সুপার ফ্যান রামদাসও মহেন্দ্র সিং ধোনিকে ভালোবাসেন। রবিবার নয়নাভিরাম ধরমশালায় ধোনির ব্যাটিং ধামাকা দেখা যায়নি। গোল্ডেন ডাক হয়ে ফেরেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। টি-২০ কেরিয়ারে এই প্রথম বার ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন ধোনি। কিন্তু তাতে কাজ দেয়নি। পঞ্জাব কিংসের হর্ষল প্যাটেল ধোনিকে বোল্ড আউট করেন। ধোনির ৯ নম্বরে ব্যাটিংয়ে নামা উচিত নয় এমনটা আগেই বলেছিলেন দেশের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। এ বার ভারতের ও সিএসকের (CSK) প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং বলে দিলেন, ‘ধোনির খেলা উচিত নয়, যদি…।’
সিএসকের হয়ে রবিবার মিচেল স্যান্টনার ও শার্দূল ঠাকুরও ব্যাটিংয়ে নেমেছিলেন ধোনির আগে। অষ্টম উইকেট পড়ার পর ধোনি মাঠে নেমে কিছুই করতে পারেননি। শূন্যে ফেরেন। ইরফানের মতো ভাজ্জিও নয় নম্বরে ধোনির ব্যাটিং মেনে নিতে পারেননি। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে তিনি বলেন, ‘মহেন্দ্র সিং ধোনি যদি নয় নম্বরে নামে, তা হলে ওর খেলা উচিত নয়। এর থেকে ভালো একাদশে একজন জোরে বোলারকে সুযোগ দেওয়া। ওর সিদ্ধান্ত বরাবর গুরুত্বপূর্ণ। কিন্তু ও ব্যাটিংয়ে আগে না এসে দলের জন্য ঠিক করছে না।’
হরভজন সেখানেই থেমে থাকেননি। তিনি বলেন, ‘ঠাকুর কিন্তু ধোনির মতো শট মারতে পারে না। আমি বুঝতে পারছি না, ধোনি কেন এই সিদ্ধান্ত নিয়েছে। ওর অনুমতি ছাড়া তো কিছু হয় না। নিজে না আগে নেমে অন্য কাউকে ব্যাটিংয়ে পাঠাবে ধোনি, এই রকম সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আমি তৈরি নই।’
ধরমশালায় প্রীতি জিন্টার পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে ধোনি রান করতে পারেননি ঠিকই। কিন্তু ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। প্রথমে ২৬ বলে জাডেজা করেন ৪৩ রান। এরপর ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কারও পান জাডেজা।