সেলিব্রিটি মানেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের প্রতি কড়া নজর। কে কখন কার সঙ্গে কোথায় ডেট করছেন, সব প্রশ্নের উত্তর যেন হাতের মুঠোয়। ঝড়ের গতিতে ভাইরাল হয় এক একটি পোস্ট। পাশাপাশি ট্রোলের বন্য়া। সেই তালিকা থেকে বাদ পড়েন না কেউই। ব্যতিক্রম নন মহেন্দ্র সিং ধোনি-র স্ত্রী সাক্ষীও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। যা নিয়ে রীতিমত কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। একান্তে বসে এ কী করছিলেন ধোনির স্ত্রী? এক অভিনেত্রীর ফ্রেমে পড়ল ধরা। বলিউড অভিনেত্রী করিশ্মা তান্না তাঁর সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছিলেন। আর সেখান থেকেই নেটিজেনদের নজরে চলে আসে এই ছবি।
কিন্তু কী এমন কাজ করছিলেন সাক্ষী, যা নিয়ে তাঁকে রীতিমত ট্রোলের শিকার হতে হয়? সাক্ষীকে দেখা যায় একান্তে বসে সিগারেট ধরাতে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ছবি থেকে স্পষ্ট যে, সাক্ষী ও করিশ্মা গ্রিসের একসঙ্গে সময় কাটাচ্ছিলেন, সেই সময় তোলা সেলফি। তবে ধোনির স্ত্রীকে সিগারেট জ্বালাতে দেখে অনলাইনে রে রে করে উঠল একশ্রেণি। করিশ্মা যিনি ইনস্টাগ্রামে ফোটোগুলি পোস্ট করেছেন, তিনি সাক্ষীর সঙ্গেও বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন।
In #KarishmaTanna ‘s insta story from Mykonos, and it seems that Mrs. Thala #SakshiDhoni wife of #MahendraSinghDhoni also smokes, and they both are attending the same event as Ms. #KritiSanon . pic.twitter.com/KnQEJ7wyAa
— PitchAndPopcorn (@RajnilSarma99) August 31, 2024
যদিও ধোনি কিংবা সাক্ষী, কেউই কোনওদিন কটাক্ষকে খুব একটা গুরুত্ব দেননি। সেলিব্রিটিদের জীবন মানেই সদা সার্ভে লেন্সের আওতায়। কখন কোন মুহূর্তে ছবি ভাইরাল হয়ে যায় অনুমান করা দায়। তবে সাক্ষীর এই ছবি যেন একপ্রকার মেনে নিতে পারলেন না অনেকেই। ফলে বেজায় সমালোচনার মুখে পড়তে হল তাঁদের। (যদিও ছবির সততা যাচাই করেনি TV9 বাংলা)।