AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MI, IPL 2024: রোহিত ছাঁটাইয়ের পর তুমুল বিক্ষোভ, পুড়ল MIএর জার্সি-টুপি-পতাকা!

যে কোনও টিমই ধারাবাহিক সাফল্যের বৃত্তে তখনই থাকতে পারে, যখন খুব ছোট ছোট অঙ্ক মিলিয়ে দেয়। চেন্নাই সুপার কিংস ১৫টা আইপিএল ধরে এই সিঁড়ি ভাঙা অঙ্কই কষে গিয়েছে। এই তত্ত্ব বুঝেও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) কেন উল্টো স্রোতে হাঁটল? যিনি ৫টা আইপিএল জিতিয়েছেন, তাঁকেই কেন ছাঁটাই করা হল? মাত্র ৩৬-এই কেন নেতৃত্ব কেড়ে নেওয়া হল রোহিত শর্মার? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে দিয়েছেন মুম্বই ভক্তরা।

MI, IPL 2024: রোহিত ছাঁটাইয়ের পর তুমুল বিক্ষোভ, পুড়ল MIএর জার্সি-টুপি-পতাকা!
MI, IPL 2024: জার্সি-টুপি-পতাকা জ্বলল, রোহিত ছাঁটাই হতেই বিক্ষোভ শুরু MI ভক্তদের
| Edited By: | Updated on: Dec 17, 2023 | 2:37 PM
Share

মুম্বই: মহেন্দ্র সিং ধোনির বয়স কত? ৪২এও সিএসকে টিম ম্যানেজমেন্ট কেন আস্থা রাখেন মাহির উপর? ৫টা আইপিএল খেতাবই এর জোরাল উত্তর। যে কোনও টিমই ধারাবাহিক সাফল্যের বৃত্তে তখনই থাকতে পারে, যখন খুব ছোট ছোট অঙ্ক মিলিয়ে দেয়। চেন্নাই সুপার কিংস ১৫টা আইপিএল ধরে এই সিঁড়ি ভাঙা অঙ্কই কষে গিয়েছে। এই তত্ত্ব বুঝেও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) কেন উল্টো স্রোতে হাঁটল? যিনি ৫টা আইপিএল জিতিয়েছেন, তাঁকেই কেন ছাঁটাই করা হল? মাত্র ৩৬-এই কেন নেতৃত্ব কেড়ে নেওয়া হল রোহিত শর্মার? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করে দিয়েছেন মুম্বই ভক্তরা। আরও ভালো করে বললে, বানিজ্যনগরীর আনাচে কানাচে জ্বলছে ক্ষোভের আগুন। কোথাও পুড়ছে জার্সি, টুপি, কোথাও জ্বলছে পতাকা। শুক্র-সন্ধেয় X-এ মুম্বই ইন্ডিয়ান্স ঘোষণা করেছে আগামী আইপিএলে নেতা হচ্ছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। যার অর্থ হল, ভবিষ্যতের দিকে তাকিয়ে নতুন কাউকে মুখ হিসেবে তৈরি করা। রোহিত শর্মা (Rohit Sharma) অন্তত তিন-চারটে আইপিএল খেলবেন। এখনই তাঁর কাছ থেকে ক্যাপ্টেন্স ব্যান্ড কেড়ে নেওয়ার কোনও যুক্তিই খুঁজে পাচ্ছেন না MI ভক্তরা।

২ বছর পর হার্দিক ঘরে ফিরতেই অশান্তি প্রকাশ্যে এসে পড়েছিল। তখন থেকেই বলা হচ্ছিল, অধিনায়ক হতে পারেন হার্দিক। জসপ্রীত বুমরাকে পরবর্তী নেতা হিসেবে টিম ম্যানেজমেন্ট প্রজেক্ট করার কথা ভেবেছে এর আগে। গত ৭ বছর মুম্বইয়ের জার্সিতে খেলা বুমরা হঠাৎই ব্রাত্য কেন হবেন? এই প্রশ্নও উঠছিল। তাও মনে হচ্ছিল, হার্দিককে ফিরিয়ে আসলে টিম শক্তিশালী করতে চেয়েছে মুম্বই। অন্তত আগামী আইপিএল মরসুমে রোহিতেই থাকবে ভরসা। জল্পনাই যে সত্যি হয়ে উঠবে, বোঝাই যায়নি। হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হওয়ার পর বেশ কিছু অঙ্ক জটিল হয়ে যাচ্ছে। খোদ মুম্বই ইন্ডিয়ান্সে রোহিতের ভবিষ্যৎ কী? পঁচিশের আইপিএলে অন্য কোনও টিমের হয়ে খেলবেন নাকি? আগামী বছর জুন মাসে টি-২০ বিশ্বকাপ। হার্দিক পান্ডিয়া নেতা হওয়ার অর্থ কি বিশ্বকাপেও রোহিতের না থাকার ইঙ্গিত? সিনিয়ররা সরে যাবেন, জুনিয়ররা ক্রমশ জায়গা নিয়ে নেবেন তাঁদের। সারা দুনিয়া এই নিয়মে চলে। কিন্তু যাঁর মধ্যে এখনও অনেকখানি ক্রিকেট রয়ে গিয়েছে, যিনি ক্যাপ্টেন হিসেবে ধারাবাহিক, তাঁকেই হঠাৎ বাতিল করার কথা ভাবা হবে কেন?

না, ক্রিকেটার রোহিত মুম্বই ইন্ডিয়ান্সে এখনই ব্রাত্য হচ্ছেন না। হয়তো তাঁর কাছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, নতুন নেতা হার্দিককে যাবতীয় সহযোগিতা করো। আগামিদিনে রোহিতের মতোই যেন সফল ক্যাপ্টেন হয়ে উঠতে পারেন হার্দিক। মাঠের এসব অঙ্কে ভরসা রাখা খুবই মুশকিল। মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত ভক্তরাও পারছেন না। সেই কারণে আনাচে কানাচে জ্বলছে বিক্ষোভের আগুন। এমনকি টুইটারে #ShameOnMI ট্রেন্ডও করছে। এই ক্ষোভের আগুন কিন্তু চট করে নিভবে না।