MI vs DC Highlights, WPL 2023 : বদলা! ৯ উইকেটের বিশাল জয় দিল্লির
Mumbai Indians vs Delhi Capitals Live Score in Bengali: উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণের অষ্টাদশ ম্যাচে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখুন।
মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগের অষ্টাদশ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টে টানা জিতে আসছিল মুম্বই ইন্ডিয়ান্স। গত ম্যাচে প্রথম হারের স্বাদ পায় মুম্বই। এ বার টানা দ্বিতীয় হার। প্লে-অফ আগেই নিশ্চিত হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। পয়েন্ট টেবলে শীর্ষস্থানে ছিলেন হরমনপ্রীতরা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শীর্ষে থাকা দল সরাসরি ফাইনাল খেলবে। মুম্বই ইন্ডিয়ান্সের ছয় ম্যাচে ছিল ১০ পয়েন্ট। দিল্লিরও সমসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট। এ দিন বড় জয়ে পয়েন্টে মুম্বইকে ছুঁয়ে ফেলল। নেট রান রেটে মুম্বইকে সরিয়ে শীর্ষস্থান দখল করল দিল্লি ক্যাপিটালস। আজ জিতলেই শীর্ষস্থান এবং ফাইনাল নিশ্চিত হয়ে যেত মুম্বই ইন্ডিয়ান্সের। এখন অপেক্ষা আগামী কাল গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের। শেষ দিনই ঠিক হবে কোন দল সরাসরি ফাইনালে যাবে। WPL এ মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে
- প্রথম লেগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়েছিল মুম্বই।
- ফিরতি ম্যাচে মুম্বইকে ৯ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস।
- টসে জিতে ফিল্ডিং নিয়েছিল দিল্লি।
- মুম্বই ইন্ডিয়ান্সকে মাত্র ১০৯-৮ স্কোরে আটকে রাখে।
- জবাবে ৯ ওভারে ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছায় দিল্লি।
- এই জয়ে লিগ টেবলে মুম্বইকে সরিয়ে শীর্ষে দিল্লি ক্যাপিটালস।
-
দিল্লি ইনিংস শুরু
প্রথম লেগের ম্য়াচে ব্য়াটিং ভরাডুবির কবলে পড়েছিল দিল্লি ক্য়াপিটালস। সহজেই লক্ষ্য়ে পৌঁছেছিল মুম্বই। এ দিন দিল্লিকে মাত্র ১১০ রানের লক্ষ্য দিয়েছে মুম্বই। দিল্লিও কি বড় ব্য়বধানে জিততে পারবে?
-
-
ফের উইকেট
প্রত্যাশা ছিল স্পিনাররা সুবিধা পাবেন। সিম বোলাররা নতুন বলে সুবিধা পাচ্ছেন। মুম্বইয়ের চতুর্থ উইকেট নিলেন অরুন্ধতী রেড্ডি। সব ক’টি উইকেটই পেসারদের দখলে।
-
পাওয়ার প্লে আপডেট
পাওয়ার প্লে-তে হতাশার শুরু মুম্বই ইন্ডিয়ান্সের। দুই ওপেনার সহ দলের গুরুত্বপূর্ণ ব্য়াটার ন্য়াট সিবারের উইকেট হারাল মুম্বই। রান উঠল মাত্র ১৯।
-
অনবদ্য ক্যাচ
জেমাইমা রডরিগজ অনবদ্য ক্যাচে ফেরালেন হেইলি ম্যাথুজকে। শিখা পান্ডের বোলিংয়ে ক্যাচ নিলেন জেমাইমা।
-
-
গোল্ডেন ডাক
ইনিংসের তৃতীয় ওভারে যস্তিকাকে ফিরিয়ে প্রথম ধাক্কা মারিজানে কাপের। পরের বলেই গোল্ডেন ডাক ন্যাট সিবার।
-
ফাইনালের লক্ষ্যে
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। মুম্বই ইন্ডিয়ান্স ইনিংস শুরু। ওপেনিংয়ে যস্তিকা ভাটিয়া-হেইলি ম্যাথুজ। দিল্লির হয়ে বোলিং ওপেন করছেন মারিজানে কাপ।
-
একাদশ আপডেট
দিল্লি ক্যাপিটালস একাদশ : মেগ ল্যানিং, শেফালি ভার্মা, অ্যালিস ক্য়াপসি, জেমাইমা রডরিগজ, মারিজানে কাপ, জেস জোনাসন, অরুন্ধতী রেড্ডি, তানিয়া ভাটিয়া, শিখা পান্ডে, রাধা যাদব, পুনম যাদব
মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: হেইলি ম্যাথুজ, যস্তিকা ভাটিয়া, ন্যাট সিবার, হরমনপ্রীত কৌর, অ্যামেলিয়া কের, পূজা বস্ত্রকার, ইসি ওং, হুমাইরা কাজি, অমনজ্যোৎ কৌর, জিন্তিমনি কলিতা, সাইকা ইসাক
-
টস আপডেট
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালসের।
-
মুম্বই-দিল্লি পিচ রিপোর্ট
চার নম্বর পিচে খেলা হবে। স্পিনারদের বেশি সুবিধা এই পিচ থেকে। ফলে কিছুটা এগিয়ে মুম্বই।
-
প্লে-অফ নিশ্চিত ইউপি ওয়ারিয়র্সের
মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালসের পর তৃতীয় দল হিসেবে উইমেন্স প্রিমিয়ার লিগে প্লে-অফ নিশ্চিত করল ইউপি ওয়ারিয়র্স। দিনের প্রথম ম্যাচে গুজরাট জায়ান্টসকে ৩ উইকেটে হারাল তারা।
-
ফিরতি ম্যাচ
প্রথম লেগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
-
দিল্লি বেশি দূরে নয়
দিল্লি ক্য়াপিটালসের প্লে-অফ আগেই নিশ্চিত হয়েছে। আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবং বাকি একটি ম্যাচেও জিতলে তাদের কাছেও সুযোগ থাকবে শীর্ষ স্থান দখল করার এবং সরাসরি ফাইনাল নিশ্চিত করার। তার আগে আজকের ম্যাচে জিততেই হবে। না হলে এলিমিনেটর খেলতে হবে। সেই ম্যাচ জিতলে ফাইনাল।
-
ফাইনাল-ফেল!
জয়ে ফিরবে মুম্বই ইন্ডিয়ান্স? টুর্নামেন্টে এখনও অবধি একটি ম্যাচই হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। গত ম্যাচে ইউপি ওয়ারিয়র্সের কাছে। সেই হার থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই। আজ তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। এই ম্য়াচ জিতলেই সরাসরি ফাইনালে জায়গা করে নেবে মুম্বই ইন্ডিয়ান্স। লাইভ আপডেটে স্বাগত। নজর রাখুন TV9Bangla-র এই লিঙ্কে।
Published On - Mar 20,2023 6:30 PM